বাড়তি সময় পাওয়ার আশা কার্যত নেই, এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে বিপাকে সাক্ষী মালিকরা

এবারের এশিয়ান গেমসে সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়াদের যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশঃ কমছে। তাঁদের প্রস্তুতির জন্য বাড়তি সময় দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দেওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে চান সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়ারা। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে গিয়ে প্রস্তুতি নিতে চাইছেন। ক্রীড়ামন্ত্রকে চিঠি লিখে অনুমতি চেয়েছেন ভিনেশ, বজরং, সাক্ষী, সত্যবর্ত কাদিয়ান ও সঙ্গীতা ফোগট। এর আগে তাঁরা ক্রীড়ামন্ত্রকের কাছে এশিয়ান গেমসের ট্রায়াল আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। কুস্তিগীররা সরাসরি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিয়ে প্রস্তুতির জন্য বাড়তি সময় দেওয়ার অনুরোধ জানান। ক্রীড়ামন্ত্রী মিশন অলিম্পিক সেলকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। কিন্তু এশিয়ান গেমসের জন্য ট্রায়াল আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ, ১৫ জুলাইয়ের মধ্যে এশিয়ান গেমসের জন্য ক্রীড়াবিদদের চূড়ান্ত নাম পাঠাতে হবে। ফলে সমস্যায় পড়তে চলেছেন সাক্ষীরা।

এ বছরের শুরু থেকেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন সাক্ষী, ভিনেশ, বজরংরা। মে-র শেষদিক পর্যন্ত যন্তর মন্তরে চলেছে আন্দোলন। তারপরেও আন্দোলনের রেশ থেকে গিয়েছে। ফলে এই কুস্তিগীরদের প্রস্তুতি ব্যাহত হয়েছে। সেই কারণেই এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য দেড় মাস সময় চেয়েছিলেন কুস্তিগীররা। কিন্তু তাঁদের সেই সময় দেওয়া হচ্ছে না। 

Latest Videos

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে খবর, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার কাছে কুস্তির ট্রায়ালের জন্য বাড়তি সময় চেয়ে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু সেই সময় দেওয়া হবে না বলেই মনে হচ্ছে। কারণ, ভারতের কুস্তিগীরদের বাড়তি সময় দেওয়া হলে অন্য দেশগুলির পক্ষ থেকেও একই দাবি জানানো হবে। ফলে সমস্যা তৈরি হবে। সেই জটিলতা চাইছে না অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। 

ইন্ডিয়ান অলম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেছেন, ‘আইওএ যতদিন পর্যন্ত সম্ভব কুস্তির ট্রায়াল পিছিয়ে দিতে পারে। কুস্তিগীরদের জন্য এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। কিন্তু ১৫ জুলাইয়ের আগেই ক্রীড়াবিদদের নাম পাঠাতে হবে। ফলে কুস্তিগীরদের প্রস্তুতির জন্য ৪৫ দিন দেওয়া সম্ভব নয়। বড়জোর ২০ দিন দেওয়া যেতে পারে। ১৫ জুলাইয়ের আগেই ট্রায়াল শেষ করতে হবে। সব জাতীয় স্পোর্টস ফেডারেশনকে ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই দল বেছে নিতে হবে। তারপর ১৫ জুলাইয়ের মধ্যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার কাছে চূড়ান্ত নাম পাঠানো হবে।’

ইতিমধ্যেই বেশ কয়েকজন কুস্তিগীর ট্রায়ালের যোগ্যতা অর্জন করেছেন। সেই কারণে তাঁরা ট্রায়াল পিছিয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জুনের শেষ সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার কথা ছিল। সেভাবেই তৈরি হয়েছেন সংশ্লিষ্ট কুস্তিগীররা। তাঁরা ওজন নিয়ন্ত্রণে রেখেছেন। ট্রায়াল পিছিয়ে দেওয়া হলে তাঁদের প্রস্তুতি ধাক্কা খাবে। সেটা চাইছেন না এই কুস্তিগীররা।

আরও পড়ুন-

প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পদক ভবানী দেবীর

কোচিং কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত, ইন্দোনেশিয়া ওপেনে ডাবলস ফাইনালের পর এশিয়ানেটকে বললেন গোপীচাঁদ

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন