PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

খোশমেজাজেই আছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সিঙ্গাপুরে কে এফ ১ কার্টিং সার্কিটে দেখা গেল তাঁকে। গো কার্ট উপভোগ করেন সিন্ধু।

Share this Video

সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। তবে খোশমেজাজেই আছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সিঙ্গাপুরে কে এফ ১ কার্টিং সার্কিটে দেখা গেল তাঁকে। গো কার্ট উপভোগ করেন সিন্ধু। ব্যর্থতা কাটিয়ে ভালোভাবেই ব্যাডমিন্টন কোর্টে ফিরবেন বলে বদ্ধপরিকর এই শাটলার।

Related Video