
দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বাতিল হল স্মৃতি মন্ধনা আর পলাশ মুচ্ছলের বিয়ে। রবিবার দুপুরে নিজের সমাজমাধ্যমে স্মৃতি মন্ধানা জানিয়ে দেন তার বিয়ে আর হচ্ছে না। এর কিছুক্ষণের মধ্যেই পলাশও বিয়ে ভেঙে যাওয়ার ও সম্পর্ক শেষের খবর জানিয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়, তারপর তাঁরা দুজনে আরও বড় সিদ্ধান্ত নেয়।
বিয়ের আগের দিনও স্মৃতি ও পলাশ দুজনে নিজেদের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। বিয়ের আগে নাটকীয় কায়দায় স্মৃতিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন পলাশ। হাঁটু গেড়ে বসে ক্রিকেটারের অনামিকায় পরিয়ে দিয়েছিলেন হিরের আংটি। সেই ঘটনার ভিডিও দুজনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিন্তু এদিন দুজনে দুজনকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন।
স্মৃতি আর পলাশ ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন। এর থেকেই স্পষ্ট স্মৃতি আর পলাশের বিয়ে শুধুমাত্র ক্রিকেটারের বাবা অসুস্থ হওয়ার জন্যই থেমে যায়নি। পিছনে ছিল আরও কারণ। কারণ স্মৃতির বাবা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরই তাঁরা কড়়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বিয়ে ভাঙার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরকে আনফলো করে দিয়েছেন।
স্মৃতি ও পলাশের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পরেই হঠাৎ মেরি ডি'কোস্টা (Mary D'Costa) নামে এক মহিলাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে পলাশের সঙ্গে মেরির চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চ্যাটে দেখা যাচ্ছে, মেরির সৌন্দর্যের প্রশংসা করেছেন পলাশ। তিনি মেরিকে ভোর পাঁচটায় মুম্বইয়ের (Mumbai) ভারসোভা বিচে (Versova Beach), সাঁতার কাটতে এবং স্পায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এই চ্যাটেই পলাশ জানিয়েছেন, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে। তবে তাঁরা আলাদা শহরে থাকেন। তিনি মাঝেমধ্যেই অন্য শহরে গিয়ে স্মৃতির সঙ্গে দেখা করেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, পলাশ স্মৃতিকে ভালোবাসেন কি না। সেই প্রশ্নের জবাব দেননি পলাশ। তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান। এরপরেই পলাশ ও স্মৃতির বিয়ে ভেঙে যাওয়ার জল্পনা শুরু হয়েছে।