
Sultan Azlan Shah Cup 2025 Final: হকিতে ভারতের সামনে কানাডা (India vs Canada) যে কোনও প্রতিপক্ষই নয়, তা ফের প্রমাণিত হয়ে গেল। শনিবার কানাডাকে ১৪-৩ গোলে উড়িয়ে সুলতান আজলান শাহ কাপ ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এই টুর্নামেন্টে ভারতের প্রথমসারির বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত তরুণ খেলোয়াড়দের নিয়েই মালয়েশিয়ায় (Malaysia) গিয়েছে ভারতীয় দল। কিন্তু এই দলই ফাইনালে পৌঁছে গেল। এবার ৩১-তম সুলতান আজলান শাহ কাপ হচ্ছে। ছয় দলকে নিয়ে রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলা হয়। ভারতীয় দল ছয় বছর পর এই টুর্নামেন্টে যোগ দিয়েছে। রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম (Belgium)। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল বেলজিয়াম। কিন্তু ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাড়ছে।
শনিবার কানাডার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই গোল দিতে শুরু করে ভারত। চতুর্থ মিনিটে প্রথম গোল করেন নীলকান্ত শর্মা (Nilakanta Sharma)। ১০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান রাজিন্দর সিং (Rajinder Singh)। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান কানাডার ব্রেন্ডন গুরালিউক (Brendan Guraliuk)। এরপর ভারতের হয়ে পরপর গোল করেন যুগরাজ সিং (Jugraj Singh) ও অমিত রোহিদাস (Amit Rohidas)। প্রথম কোয়ার্টারের শেষে ৪-১ গোলে এগিয়েছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে ভারত। ২৪ মিনিটে গোল করেন রাজিন্দর। পরের মিনিটে ব্যবধান বাড়ান দিলপ্রীত সিং (Dilpreet Singh)। ২৬ মিনিটে গোল করেন যুগরাজ। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় কানাডা। ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ম্যাথিউ সারমেন্টো (Matthew Sarmento)। এরপর ৩৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন যুগরাজ। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান সেলভাম কার্তি (Selvam Karthi)। চতুর্থ কোয়ার্টারের খেলা শুরু হওয়ার পরেই ৪৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত। ৫০ মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক থেকে নিজের চতুর্থ গোল করেন যুগরাজ। এরপর কানাডার হয়ে ব্যবধান কমান জ্যোতস্বরূপ সিন্ধু (Jyothswaroop Sidhu)। ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন সঞ্জয়। এরপর ৫৭ ও ৫৯ মিনিটে পরপর গোল করেন অভিষেক।
রবিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় শুরু হবে ভারত-বেলজিয়াম ফাইনাল। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।