সুলতান আজলান শাহ কাপ ২০২৫: কানাডার বিরুদ্ধে ১৪-৩ গোলে জয়, ফাইনালে ভারতীয় দল

Published : Nov 29, 2025, 06:56 PM IST
Hockey Asia Cup 2025

সংক্ষিপ্ত

Sultan Azlan Shah Cup 2025: আন্তর্জাতিক স্তরে হকির অন্যতম সেরা প্রতিযোগিতা মালয়েশিয়ায় (Malaysia) অনুষ্ঠিত হওয়া সুতলান আজলান শাহ কাপ। পুরুষদের হকির এই টুর্নামেন্টে ৬ বছর পর যোগ দিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।

DID YOU KNOW ?
৬ বছর পর খেলছে ভারত
৬ বছর পর সুলতান আজলান শাহ কাপে খেলছে ভারত। চ্যাম্পিয়ন হওয়া থেকে এক ধাপ দূরে ভারত।

Sultan Azlan Shah Cup 2025 Final: হকিতে ভারতের সামনে কানাডা (India vs Canada) যে কোনও প্রতিপক্ষই নয়, তা ফের প্রমাণিত হয়ে গেল। শনিবার কানাডাকে ১৪-৩ গোলে উড়িয়ে সুলতান আজলান শাহ কাপ ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এই টুর্নামেন্টে ভারতের প্রথমসারির বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত তরুণ খেলোয়াড়দের নিয়েই মালয়েশিয়ায় (Malaysia) গিয়েছে ভারতীয় দল। কিন্তু এই দলই ফাইনালে পৌঁছে গেল। এবার ৩১-তম সুলতান আজলান শাহ কাপ হচ্ছে। ছয় দলকে নিয়ে রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলা হয়। ভারতীয় দল ছয় বছর পর এই টুর্নামেন্টে যোগ দিয়েছে। রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম (Belgium)। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল বেলজিয়াম। কিন্তু ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাড়ছে।

কানাডার বিরুদ্ধে গোলের বন্যা ভারতের

শনিবার কানাডার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই গোল দিতে শুরু করে ভারত। চতুর্থ মিনিটে প্রথম গোল করেন নীলকান্ত শর্মা (Nilakanta Sharma)। ১০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান রাজিন্দর সিং (Rajinder Singh)। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান কানাডার ব্রেন্ডন গুরালিউক (Brendan Guraliuk)। এরপর ভারতের হয়ে পরপর গোল করেন যুগরাজ সিং (Jugraj Singh) ও অমিত রোহিদাস (Amit Rohidas)। প্রথম কোয়ার্টারের শেষে ৪-১ গোলে এগিয়েছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে ভারত। ২৪ মিনিটে গোল করেন রাজিন্দর। পরের মিনিটে ব্যবধান বাড়ান দিলপ্রীত সিং (Dilpreet Singh)। ২৬ মিনিটে গোল করেন যুগরাজ। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় কানাডা। ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ম্যাথিউ সারমেন্টো (Matthew Sarmento)। এরপর ৩৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন যুগরাজ। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান সেলভাম কার্তি (Selvam Karthi)। চতুর্থ কোয়ার্টারের খেলা শুরু হওয়ার পরেই ৪৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত। ৫০ মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক থেকে নিজের চতুর্থ গোল করেন যুগরাজ। এরপর কানাডার হয়ে ব্যবধান কমান জ্যোতস্বরূপ সিন্ধু (Jyothswaroop Sidhu)। ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন সঞ্জয়। এরপর ৫৭ ও ৫৯ মিনিটে পরপর গোল করেন অভিষেক।

রবিবার কখন ফাইনাল?

রবিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় শুরু হবে ভারত-বেলজিয়াম ফাইনাল। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩১
৩১-তম সুলতান আজলান শাহ কাপ ফাইনালে ভারত।
এবার মালয়েশিয়ায় ৩১-তম সুলতান আজলান শাহ কাপ চলছে। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের