Sports Year 2025: চলতি ২০২৫ সালকে বলা হচ্ছে, ক্রীড়াক্ষেত্রে অঘটনের বছর। তার কারণ এবং প্রমাণ, সবই আছে একাধিক। খেলাধুলোয় অখ্যাত ক্লাব বা দলের উঠে আসার ঘটনা বা প্রত্যাবর্তন নতুন কিছু সংযোজন নয়।
প্রায় প্রতি বছরই এমন একাধিক ঘটনার কথা জানা যায়। কিন্তু চলতি ২০২৫ সালটি যেন বাকি সব বছরের থেকে অনেকটাই আলাদা। ক্রিকেট কিংবা ফুটবল, এই বছর যেন নতুন চ্যাম্পিয়ন পাওয়ার বছর, সঙ্গে অবশ্যই প্রত্যাবর্তনের তো বটেই।
ক্রিস্টাল প্যালেসের এফএ কাপ জয়
ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে প্রথমবার তারা এফএ কাপের মতো বড় ট্রফি জিতেছে। আজ পর্যন্ত যে ক্লাব কোনওদিন প্রিমিয়ার লিগ জেতেনি, তারাই শেষপর্যন্ত, বাজিমাত করেছে এই প্রতিযোগিতায়। কার্যত, ক্রিস্টাল প্যালেস ইতিহাস গড়েছে এফএ কাপ জিতে।
টটেনহ্যাম হটস্পারের ইউরোপা লিগ জয়
ইউরোপা লিগকে বলা হয় ইউরোপের দ্বিতীয় সারির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ট্রফি জিতেছে তারা। উল্লেখযোগ্যভাবে টটেনহ্যাম হটস্পার ১৭ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতেছে।
হোবার্ট হারিকেন্সের বিগ ব্যাশ লিগ জয়
এর আগে কোনওদিন ট্রফি জিততে পারেনি হোবার্ট হারিকেন্স। চলতি বছর সেই খরা কাটিয়ে ট্রফি জিতেছে তারা। দলের অধিনায়ক ছিলেন নাথান এলিস। ফাইনালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিডনি থান্ডার্সকে হারিয়ে ট্রফি জয় করেছে হোবার্ট হারিকেন্স। এমনকি, সেই ফাইনালে শতরান করেন মিচেল ওয়েন। এবার যেন বিবিএলেও চমক।
নিউক্যাসেল ইউনাইটেডের ইংলিশ লিগ কাপ ফাইনাল জয়
২০২৫ সালে ট্রফি খরা কেটেছে নিউক্যাসেল ইউনাইটেডেরও। লিভারপুলের মতো শক্তিশালী ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে লিগ কাপের ফাইনাল জিতেছে তারা।
বোলোনা এফসির কোপ্পা ইটালিয়া জয়
কার্যত, ঘুরে দাঁড়িয়েছে তারা। কোপ্পা ইটালিয়া ফাইনালে তাদের সামনে ছিল এসি মিলান। ড্যান এনদোয়ের একমাত্র গোলে ফাইনালে জয় ছিনিয়ে নেয় তারা। লিগে নবম স্থানে শেষ করা দলের এই কৃতিত্ব রাতারাতি নজরে কাড়ে গোটা বিশ্বের।
পিএসজি-র চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়
একটা সময় এই ক্লাবে খেলে গেছেন রোনাল্ডিনহো গাউচো থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম, কিলিয়ান এমবাপে, নেইমার, লিয়োনেল মেসির মতো বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা। কিন্তু এত বছরের ইতিহাসে কোনওদিন চ্যাম্পিয়ন্স লিগে খেতাব জেতেনি এই ক্লাব। তবে এবার বাজিমাত করলেন লুই এনরিকের ছেলেরা। চলতি ২০২৫ সালে, প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়
আইপিএল-এর ১৮তম সংস্করণে এসে খরা কাটল আরসিবি-র। দীর্ঘদিনের অপেক্ষা এবং শেষপর্যন্ত, ১৮ বছর পর পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল-এর ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন।
নিঃসন্দেহে, ২০২৫ সাল ক্রীড়া জগতে অঘটনের এবং প্রত্যাবর্তনের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।