
Jyothi Yarraji Taiwan Athletics Open 2025: তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন ২০২৫-এর (Taiwan Athletics Open 2025) প্রথম দিনে ভারতীয় অ্যাথলিটরা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। শনিবার ভারতীয় অ্যাথলিটরা মোট ৬টি সোনা জিতেছেন। এর মধ্যে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজি (Jyothi Yarraji) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতে নেন। অন্ধ্রপ্রদেশের অ্যাথলিট জ্যোতি ১২.৯৯ সেকেন্ড সময় করে সোনা জেতেন। ফাইনালে জাপানের অ্যাথলিট চিসাটো কিয়ায়ামা এগিয়ে থাকলেও, শেষ হার্ডল টপকানোর সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতে নেন জ্যোতি। গত ১৫ দিনে এটি তাঁর দ্বিতীয় সোনা। ট্রায়ালে ১৩.১৮ সেকেন্ডে প্রথম স্থান অধিকার করার পর ফাইনালে আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতলেন জ্যোতি।
তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন ২০২৫-এর প্রথম দিনে জ্যোতি ছাড়াও মহিলাদের ১৫০০ মিটার ইভেন্টে পূজা ৪:১১.৬৩ সেকেন্ডে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে সোনা জিতেছেন। গত মাসে গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championship) তিনি একই ইভেন্টে রুপো জিতেছিলেন। ট্রিপল জাম্পে আব্দুল্লা আবুবকর (Abdulla Aboobacker) তৃতীয় প্রচেষ্টায় ১৬.২১ মিটার লাফ দিয়ে সোনা জিতেছেন। পুরুষদের ১১০ মিটার হার্ডলসে তেজস শিরসে (Tejas Shirse) মরসুমের সেরা সময় ১৩.৫২ সেকেন্ডে সোনা জিতেছেন। দৌড়ের সময় একটি হার্ডলের সঙ্গে ধাক্কা লাগলেও, তিনি সোনা জেতেন।
ভারতীয় অ্যাথলেটিক্সের দ্রুত উদীয়মান তারকা জ্যোতি। তাঁর যাত্রা অনেকের জন্য অনুপ্রেরণা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা জ্যোতি ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। জ্যোতির বাবা সূর্যনারায়ণ একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তাঁর মা গৃহবধূ। এই পরিবেশে বেড়ে ওঠা জ্যোতি প্রথমে বিশাখাপত্তনমের পোর্ট হাইস্কুলে শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। জ্যোতি ছোটবেলা থেকেই অ্যাথলেটিক্সের প্রতি আগ্রহী ছিলেন। ২০২২ সালে অনুরাধা বিশ্বালের নামে থাকা জাতীয় রেকর্ড ভেঙে ১৩.২৩ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। এরপর বেশ কয়েকবার তিনি নিজেই নতুন রেকর্ড গড়েছেন। বর্তমানে তিনি ভুবনেশ্বরে রিলায়েন্স হাই-পারফরম্যান্স সেন্টারে ব্রিটিশ কোচ জেমস হিলিয়ারের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। সাধারণ পরিবার থেকে উঠে এসে তারকা হয়ে উঠেছেন জ্যোতি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।