ক্লে কোর্টের রাজার সিংহাসন ত্যাগ, আগামী মাসেই টেনিস থেকে অবসর রাফায়েল নাদালের

Published : Oct 10, 2024, 05:06 PM ISTUpdated : Oct 10, 2024, 05:52 PM IST
rafael nadal

সংক্ষিপ্ত

রজার ফেডেরার আগেই অবসর নিয়েছেন। এবার সরে যাচ্ছেন তাঁর প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালও। ফলে টেনিস দুনিয়া ঔজ্জ্বল্য হারাতে চলেছে।

আগামী মাসেই পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল। ২২ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা আগামী মাসে ডেভিস কাপের ম্যাচ খেলার পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী মাসে মালাগায় ডেভিস কাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে স্পেন। এই ম্যাচ খেলার পরেই পেশাদার টেনিসের দুনিয়া থেকে সরে যাচ্ছেন নাদাল। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত স্পেন-নেদারল্যান্ডস ম্যাচ। তারপরেই অবসর নিচ্ছেন নাদাল। তাঁর অবসর ঘোষণায় ক্রীড়া দুনিয়ায় সবাই দুঃখিত। রজার ফেডেরারের সঙ্গেই নাদালের সবচেয়ে বেশি লড়াই দেখা গিয়েছে। এই দুই তারকা সরে যাওয়ার পর এখন সেরা তিন টেনিস তারকার মধ্যে থাকছেন শুধু নোভাক জকোভিচ। তিনিও কিছুদিনের মধ্যেই অবসর নিতে পারেন।

চোটের জন্যই অবসর নাদালের

বেশ কিছুদিন ধরেই চোটের জন্য সমস্যায় ছিলেন নাদাল। ৩৮ বছর বয়সি এই তারকা এবার প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলস ও ডাবলসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সিঙ্গলসে জকোভিচের কাছে হেরে যাওয়ার পর ডাবলসে কার্লোস আলকারাজের সঙ্গে খেলে বেশিদূর এগোতে পারেননি। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সিঙ্গলসে সোনা জেতেন নাদাল। এরপর ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ডাবলসে সোনা জেতেন স্পেনের এই তারকা। ১৪টি ফ্রেঞ্চ ওপেন-সহ ২২টি গ্র্যান্ড স্ল্যাম, ৯২টি এটিপি খেতাব জিতে অবসর নিচ্ছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে তিনি যা সাফল্য পেয়েছেন, সেই রেকর্ড ভাঙা খুব কঠিন।

ডেভিস কাপেই প্রথম নজর কাড়েন

নাদালের কাছে ডেভিস কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে স্পেনের হয়ে এই টুর্নামেন্ট জিতেছিলেন নাদাল। ২০ বছর পর সেই ডেভিস কাপে খেলেই পেশাদার টেনিস থেকে সরে যাচ্ছেন এই কিংবদন্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

খেলছেন না ফ্রেঞ্চ ওপেনে, ২০২৪ সালেই অবসর নিতে পারেন রাফায়েল নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

হল না ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নপূরণ, চোট নিয়ে উইম্বলডনকে বিদায় জানালেন নাদাল

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?