প্রয়াত বিশ্বকাপের কোনও একটি আসরে সবচেয়ে বেশি গোলের মালিক জাঁ ফঁতে, একনজরে সেরা ১০

শনিবার শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ। সব দলই চূড়ান্ত প্রস্তুতিতে ব্য়স্ত। এরই মধ্যে ইন্দোরে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। গোয়ালিয়রে চলছে ইরানি কাপ।

প্রয়াত জাঁ ফঁতে

দিয়েগো মারাদোনা প্রয়াত হয়েছেন আগেই। দীর্ঘ রোগভোগের পর কিছুদিন আগে প্রয়াত হয়েছেন পেলে। এবার প্রয়াত হলেন বিশ্ব ফুটবলের অপর এক নক্ষত্র জাঁ ফঁতে। বুধবার তিনি প্রয়াত হয়েছেন। এই কিংবদন্তির বয়স হয়েছিল ৮৯ বছর। বিশ্বকাপের ইতিহাসে কোনও একটি আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড জাঁ ফঁতের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে তিনি ১৩ গোল করেন। সেবারই প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সুইডেনেই প্রথমবার বিশ্বকাপে খেলেন পেলে। কিন্তু সেবারের বিশ্বকাপ মাতিয়ে দেন জাঁ ফঁতে। তাঁকে প্রথমে ফ্রান্সের বিশ্বকাপ দলে রাখা হয়নি। শেষমুহূর্তে দলে নেওয়া হয়। অনুশীলনে তাঁর বুট ছিঁড়ে যায়। নতুন বুট কেনার মতো অর্থ ছিল না। সেই কারণে এক সতীর্থর কাছ থেকে বুট ধার করে খেলেন জাঁ ফঁতে। বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ গোল করেন তিনি। তখনও গোল্ডেন বুট পুরস্কার চালু করেনি ফিফা। ফলে সবচেয়ে বেশি গোল করেও পুরস্কার পাননি জাঁ ফঁতে।

Latest Videos

অধিনায়ক হরমনপ্রীত কউর

উইমেনস প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক নির্বাচিত হলেন হরমনপ্রীত কউর। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীতকেই যে অধিনায়ক নির্বাচিত করা হবে, সেটা প্রত্যাশিত ছিল। অধিনায়ক হিসেবে হরমনপ্রীতের নাম ঘোষণা করেছেন নীতা আম্বানি।

ইন্দোর টেস্ট ম্যাচ

ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ভারতীয় দলের চেয়ে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রান করেছে।

রবীন্দ্র জাদেজার কাছ থেকে শিখছেন ম্যাথু কুনেম্যান

ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম দিন ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ম্যাথু কুনেম্যান। এই স্পিনার জানিয়েছেন, তিনি রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অনুরাগী। জাদেজার সঙ্গে কথাও বলেছেন। তাঁর কাছ থেকে অনেককিছু শিখেছেন।

ইরানি কাপ

ইরানি কাপের প্রথম দিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিশতরান করলেন অবশিষ্ট ভারতীয় দলের তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। এই ব্যাটার করেন ২১৩ রান। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ করেন ১৫৪ রান। প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারতীয় দল ৩ উইকেটে ৩৮১ রান করেছে।

রবীন্দ্র জাদেজার রেকর্ড

কিংবদন্তি কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট ও ৫,০০০ রানের রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম দিন ট্রেভিস হেডকে আউট করে এই রেকর্ড গড়েন জাদেজা।

শিখতে চান তারা নরিস

উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার তারা নরিস। তিনি জানিয়েছেন, এই প্রতিযোগিতায় যাঁদের সঙ্গে খেলবেন, তাঁদের কাছ থেকে অনেককিছু শিখতে চান।

ট্রোলড বাবর আজম

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে করাচি কিংসের বিরুদ্ধে ০ রানে আউট হয়ে যাওয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হল বাবর আজমকে। তাঁকে আউট করে দেন মহম্মদ আমির। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে বাবরের দুর্বলতা ফের প্রকট হয়ে গেল।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অশ্বিন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে টপকে গেলেন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকার শীর্ষেই আছেন রবীন্দ্র জাদেজা।

বিস্তারিত দেখুন-

সৌদি প্রো লিগে মাসের সেরা রোনাল্ডো

সৌদি প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হলেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল-নাসরের হয়ে ৪ ম্যাচে ৮ গোল করার সুবাদে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হলেন রোনাল্ডো। তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh