ইন্দোর টেস্ট ম্যাচ জিতে সিরিজ দখলের লক্ষ্যে ভারতীয় দল, একনজরে সেরা ১০

সরকারিভাবে আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। তাঁর ওডিআই বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়ল। ঋষভ পন্থের মতোই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে বুমরাকে।

বুধবার শুরু ইন্দোর টেস্ট

ধরমশালায় আউটফিল্ড তৈরি না থাকায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ সরিয়ে আনা হয়েছে ইন্দোরে। বুধবার হোলকার স্টেডিয়ামে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ দখলের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়াও ভারতীয় দলের লক্ষ্য। এই সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় দলের যা পারফরম্যান্স, তাতে ইন্দোরে জয় না পাওয়ার কোনও কারণ নেই। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলই দলকে জিতিয়ে দেবেন বলে আশায় ভারতীয় শিবির। হোলকার স্টেডিয়ামের পিচ থেকেও সাহায্য পাবেন স্পিনাররা। ফলে ভারতীয় দলের চিন্তার কোনও কারণ নেই। কে এল রাহুল হয়তো ফের ফর্মে ফেরার সুযোগ পাবেন। তাঁকে বাদ দেওয়ার দাবি উঠলেও, এই ওপেনারের পাশেই আছে টিম ম্যানেজমেন্ট। ফলে হোলকার স্টেডিয়ামেও হয়তো অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রাহুলকেই ওপেন করতে দেখা যাবে। তবে এই টেস্টেও ব্যর্থ হলে রাহুলের উপর চাপ বাড়বে।

Latest Videos

কে এল রাহুলের পাশে রোহিত শর্মা

কে এল রাহুলকে ভারতীয় দলের সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া ইঙ্গিতবাহী নয়। ইন্দোর টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে এমনই দাবি করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রাহুলের পাশে আছেন।

আমেদাবাদে সবুজ উইকেট

ইন্দোর টেস্ট ম্যাচে ভারতীয় দল জয় পেলে আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে পেসারদের সহায়ক উইকেট দেখা যেতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্যই এই ব্য়বস্থা করা হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত।

আইপিএল থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা

আরও অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে পেসার জসপ্রীত বুমরাকে। ফলে তাঁর পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব হবে না। এমনই জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা। এই পেসারের দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে খেলাও অনিশ্চিত।

দ্রুত মাঠে ফেরার আশায় ঋষভ পন্থ

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ার পর উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের জীবনদর্শন বদলে গিয়েছে। এই ক্রিকেটার নিজেই সে কথা জানিয়েছেন। তিনি দ্রুত মাঠে ফেরার চেষ্টা করছেন। এই খবরে আশাবাদী হয়ে উঠেছে ক্রিকেট মহল।

বর্ণবিদ্বেষী আচরণ রিয়াল মাদ্রিদ সমর্থকদের

'ফিফা দ্য বেস্ট' পুরস্কারের জন্য ক্লাব দল রিয়াল মাদ্রিদের সতীর্থ করিম বেঞ্জেমার বদলে প্য়ারিস সাঁ জা-র তারকা লিওনেল মেসিকে বেছে নেওয়ায় রিয়াল মাদ্রিদ সমর্থকদের রোষের মুখে পড়তে হল অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবাকে। তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

অভিযোগ অস্বীকার ব্রিজভূষণ শরণ সিংয়ের

তদন্ত কমিটির সামনে হাজির হয়ে যৌন নির্যাতন-সহ যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তাঁর দাবি, কোনও অন্যায় করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাব অবশ্য এড়িয়ে গিয়েছেন ব্রিজভূষণ।

ওয়াংখেড়েতে সচিনের মূর্তি

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মূর্তি বসতে চলেছে। এই স্টেডিয়ামেই ২০১১ সালে বিশ্বকাপ জেতেন সচিন। জীবনের শেষ টেস্ট ম্যাচও এখানেই খেলেন তিনি। সেখানেই মূর্তি বসার খবর পেয়ে সচিন জানিয়েছেন, তিনি খুব খুশি।

বুধবার শুরু ইরানি কাপ

বুধবার গোয়ালিয়রের ক্য়াপ্টেন রূপ সিং স্টেডিয়ামে শুরু হচ্ছে ইরানি কাপ। ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারতীয় দল। বাংলার সুদীপ কুমার ঘরামি, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও আকাশ দীপ আছেন দলে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪

২০২৪ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেই প্রতিযোগিতায় ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করল। এর মধ্যে ভারতীয় দলও আছে। দক্ষিণ আফ্রিকায় সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে ছিল ভারত। প্রতিটি গ্রুপের সেরা ৩ দল, বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি পরবর্তী টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari