ইন্দোর টেস্টের আগে সস্ত্রীক মহাকালেশ্বর মন্দিরে পুজো রাহুলের, একনজরে সেরা ১০

১ মার্চ ইন্দোরে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। দিল্লি টেস্টের পর কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া দল অবশ্য অনুশীলন চালিয়ে যাচ্ছে।

মহাকালেশ্বর মন্দিরে রাহুল

বেশ কিছুদিন ধরেই বড় রান পাচ্ছেন না। ক্রিকেটপ্রেমীরা তো বটেই, ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটারও কে এল রাহুলের তীব্র সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে ফর্মে ফেরার জন্য এবার দৈবশক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। নববিবাহিত স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে রবিবার মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান রাহুল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন ক্রিকেটপ্রেমীরা। ১ মার্চ শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে অবশ্য রাহুলের খেলা নিয়ে সংশয় থাকছে। কারণ, দ্বিতীয় টেস্ট ম্যাচের পরেই রাহুলকে ভারতীয় দলের সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে অফফর্ম সত্ত্বেও প্রথম দুই টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেলেও, এবার আর সহ-অধিনায়ক পদে না থাকায় বাদ পড়তে পারেন রাহুল। ইন্দোর টেস্ট ম্যাচ জিতলেই ভারতীয় দল এই সিরিজ জিতে নেবে। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।

Latest Videos

মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ষষ্ঠবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে দেয় মেগ ল্যানিংয়ের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেটে ১৩৭ রান করেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত দেখুন-

ইরানি কাপে নেতৃত্বে ময়ঙ্ক আগরওয়াল 

ইরানি কাপে গতবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন ময়ঙ্ক আগরওয়াল। ১ মার্চ গোয়ালিয়রে শুরু হবে ইরানি কাপ। ২০২২-২৩ মরসুমের রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন ময়ঙ্ক। এরই সুবাদে তিনি নেতৃত্ব পেলেন।

ইরানি কাপে নেই সরফরাজ খান

আঙুলের চোটের জন্য ইরানি কাপে খেলতে পারবেন না মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। অবশিষ্ট ভারতীয় দলের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু রবিবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করতে পারেননি সরফরাজ। ১ মার্চের মধ্যে তাঁর চোট সারার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

১০ রানে অলআউট আইল অফ ম্যান

পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বনিম্ন স্কোর করল আইল অফ ম্যান। রবিবার স্পেনের বিরুদ্ধে ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় আইল অফ ম্যান। সর্বাধিক ৪ রান করেন জোশেফ বারোজ। এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে কম রানের রেকর্ড ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২১ রানে অলআউট হয়ে যায় তুরস্ক।

অস্ট্রেলিয়ান ব্যাটারদের সমালোচনায় ইয়ান চ্যাপেল

ভারত সফরে প্রথম দুই টেস্ট ম্যাচে ব্যর্থতার জন্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল। তাঁর দাবি, অস্ট্রেলিয়ায় পিচ বানিয়ে অনুশীলন করলেই ভারতের মাটিতে স্পিন বোলিং সামাল দেওয়া যায় না। এর জন্য ফুটওয়ার্ক ভালো হওয়া দরকার।

ইন্দোর টেস্টের আগে আত্মবিশ্বাসী হ্যান্ডসকম্ব

অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার খেলতে না পারায় ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের সমস্যা হবে ঠিকই কিন্তু তাঁরা সেই সমস্যা মোকাবিলার উপায় খুঁজে বের করেছেন বলে দাবি করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব।

বিস্তারিত দেখুন-

মেগ ল্যানিংয়ের রেকর্ড

প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে তিনি এই রেকর্ড গড়লেন। দলকে ফের বিশ্বকাপও জেতালেন ল্যানিং।

ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা

অ্যাশেজের আগেই ডেভিড ওয়ার্নারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ক্রিকেট অস্ট্রেলিয়া ও টিম ম্যানেজমেন্টের। এমনই মত প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়ার। ওয়ার্নার নিজে জানিয়েছেন তিনি ২০২৪ পর্যন্ত খেলতে চান। কিন্তু সেই সুযোগ পাবেন কি না সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।

টি-২০ দলের জন্য আলাদা কোচের দাবি হরভজনের

টি-২০ ফর্ম্যাটের জন্য ভারতীয় দলে আলাদা কোচ রাখার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে, বীরেন্দ্র সেহবাগ বা আশিস নেহরার মতো কাউকে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের কোচ করা হলে দলের পক্ষে সেটা ভালো হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা