চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমে হকি বিশ্বকাপে নবম ভারত, একনজরে সেরা ১০

রবিবার ভারতীয় ক্রিকেট দলের জোড়া ম্যাচ। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে ভারত। অন্যদিকে, দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।

হকি বিশ্বকাপে নবম ভারত

দেশের মাটিতে হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল হরমনপ্রীত সিং, অভিষেকদের। কিন্তু তাঁরা সেমি ফাইনালে যেতে ব্যর্থ হন। শেষপর্যন্ত এই প্রতিযোগিতায় নবম স্থান পেল ভারতীয় হকি দল। শনিবার ওড়িশার রাউরকেল্লায় দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে হারিয়ে দেয় ভারত। এর ফলে আর্জেন্টিনার সঙ্গে যুগ্মভাবে নবম স্থান পেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন ম্যাচের সেরা অভিষেক, হরমনপ্রীত, সামশের সিং, আকাশদীপ সিং ও সুখজিৎ সিং। তৃতীয় কোয়ার্টারে অমিত ও চতুর্থ কোয়ার্টারে সুখজিৎ হলুদ কার্ড দেখায় মোট ১০ মিনিট ভারতকে ১০ জনে খেলতে হয়। তবে তারপরেও জয় এল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচেও পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে ভারতের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে। ৬টি পেনাল্টি কর্নার পেয়ে ১ গোল করতে পেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকা ৩টি পেনাল্টি কর্নার পেয়ে কোনওটি থেকেই গোল করতে পারেনি।

Latest Videos

রবিবার হকি বিশ্বকাপ ফাইনাল

রবিবার হকি বিশ্বকাপ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে জার্মানি। ২০১৬ রিও অলিম্পিক্সে হকিতে রুপো পাওয়ার পর ২০১৮ সালে ভুবনেশ্বরে হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বেলজিয়াম। এরপর টোকিও অলিম্পিক্সে হকিতে সোনা জেতে বেলজিয়াম। ফলে এবারও তারাই ফেভারিট।

২০২৪ অলিম্পিক্সে অনিশ্চিত রাশিয়া

২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে রাশিয়া দল পাঠাতে পারবে কি না সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়াকে অলিম্পিক্স থেকে নির্বাসিত করতে হবে। আইওসি এখনও এ ব্যাপারে কিছু জানায়নি।

মেন্টর মিতালি রাজ

মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টস দলের মেন্টর ও পরামর্শদাতা নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তিনি জানিয়েছেন, নতুন এই দায়িত্ব পেয়ে খুব খুশি। দলের সবার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।

টাইটেল স্পনসরের খোঁজ

৫ বছরের জন্য মহিলাদের প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসর হওয়ার জন্য দরপত্র আহ্বান করল বিসিসিআই। ৯ ফেব্রুয়ারির মধ্যে ১ লক্ষ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে আগ্রহী সংস্থাগুলিকে। তারপর দরপত্র খতিয়ে দেখে টাইটেল স্পনসরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনাল

রবিবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথমবার হচ্ছে এই প্রতিযোগিতা। প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়ে অসাধারণ নজির গড়তে চান শেফালি ভার্মা, রিচা ঘোষরা। এখনও পর্যন্ত কোনও পর্যায়েই মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত।

বিস্তারিত দেখুন-

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

রবিবার লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রাঁচিতে প্রথম ম্যাচে হেরে গিয়ে সিরিজে ০-১ পিছিয়ে হার্দিক পান্ডিয়ারা। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

বিস্তারিত দেখুন-

বর্ধমানে ক্রিস গেইল

রবিবার বর্ধমানে আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল। টেনিস বলের ক্রিকেট প্রতিযোগিতা রাজনন্দিনী কাপ ফাইনালে প্রধান অতিথি গেইল। সেই উপলক্ষেই তিনি বর্ধমানে আসছেন। তাঁকে স্বাগত জানাতে তৈরি বর্ধমানের ক্রিকেটপ্রেমীরা।

বিস্তারিত দেখুন-

কন্যাশ্রী কাপ ইস্টবেঙ্গলের

শনিবার ফাইনালে ৮৮ মিনিটে করা সুলঞ্জনা রাউলের একমাত্র গোলে শ্রীভূমি এফসি-কে হারিয়ে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এই প্রতিযোগিতায় গোল না খেয়ে চ্যাম্পিয়ন হলেন মৌসুমি মুর্মু, রিম্পা হালদাররা। মাথা ফেটে যাওয়া সত্ত্বেও দুর্দান্ত লড়াই করেন ইস্টবেঙ্গলের অধিনায়ক বুলি সরকার। 

বিস্তারিত দেখুন-

আইএসএল-এ ৩ নম্বরে এটিকে মোহনবাগান

ঘরের মাঠে সহজেই ওড়িশা এফসি-কে ২-০ হারিয়ে আইএসএল-এ পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে এটিকে মোহনবাগান। জোড়া গোল করেন দিমিত্রি পেট্রাটোস। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন আশিক কুরুনিয়ান। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট হুগম বুমোস, প্রীতম হালদারদের।

বিস্তারিত দেখুন-

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury