জম্মু ও কাশ্মীর বরাবরই পর্যটকদের কাছে স্বর্গরাজ্য। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যও পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় কাশ্মীর।
জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে আইস স্কেটিংয়ে উৎসাহ দেওয়ার জন্য গুলমার্গে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করল পর্যটন দফতর। গুলমার্গ স্কি রিসর্টে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। কুপওয়ারা, বান্দিপোরা, বারামুলা, শ্রীনগরের ৩০ জন ছেলে-মেয়ে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। ১৭ জানুয়ারি শুরু হয় এই প্রশিক্ষণ শিবির এবং শেষ হয় ২৬ জানুয়ারি। জম্মু ও কাশ্মীরের আইস স্কেটিং অ্যাসোসিয়েশনের সচিব ও জাতীয় কোচ আশরফ দিজু জানিয়েছেন, প্রশিক্ষণ শিবির ভালোভাবেই শেষ হয়েছে। রোজ সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলেছে প্রশিক্ষণ। মাঝে ১ ঘণ্টার জন্য মধ্যাহ্নভোজের বিরতি ছিল। ৩০ জন ছেলে-মেয়ে স্পিড স্কেটিং, ফিগার স্কেটিং, পেয়ার স্কেটিং, সিংক্রোনাইজড স্কেটিং,ইভনিং থ্রিলিং আইস রোল বল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছেলে-মেয়েদের শারীরিক সক্ষমতা, শরীরের ভারসাম্য বজায় রাখা এবং গতি বাড়ানো সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবাই খুব ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণ শিবির আয়োজন করার জন্য জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন, আশরফ। তিনি জানিয়েছেন, কাশ্মীরের পর্যটনের উন্নতির জন্য শোনমার্গ, পহলগামের মতো জেলাগুলিতেও অ্যাডভেঞ্চার স্পোর্টস আয়োজন করা যেতে পারে। 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে' আইস স্কেটিং অন্যতম ইভেন্ট। এই গেমসে কাশ্মীর থেকে কারা যোগ দেবেন, সেটা গুলমার্গের প্রশিক্ষণ শিবিরেই বেছে নেওয়া হয়েছে।
অন্যদিকে, হিমাচল প্রদেশের সিমলায় যে আইস স্কেটিং রিঙ্ক আছে, সেটি স্থাপিত হয় ১৯২০ সালে। এই আইস স্কেটিং রিঙ্ক এশিয়ার অন্যতম বৃহত্তম। কিন্তু এখন এই আইস স্কেটিং রিঙ্কের অবস্থা বেশ খারাপ। গত ২ দশকে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এই কেন্দ্রটি। সিমলায় এখন যে আবহাওয়া, তাতে বরফ জমে থাকছে না। বরফ জমার জন্য ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পরিষ্কার আকাশ এবং ঠিক সময়ে তুষারপাত দরকার। কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সিমলার জলবায়ু বদলে গিয়েছে। সেই কারণে বরফ জমছে না। আইস স্কেটিং রিঙ্কে এর প্রভাব পড়ছে।
২০০০ সাল পর্যন্ত প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সিমলার আইস স্কেটিং রিঙ্কে শতাধিক সেশন আয়োজন করা হয়েছে। কিন্তু তারপর থেকে ৫০টির বেশি সেশন আয়োজন করা সম্ভব হচ্ছে না। ২০১৬-১৭ মরসুমে মাত্র ১১টি সেশন আয়োজন করা সম্ভব হয়েছিল। এই ঘটনায় হতাশ অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকরা। তাঁরা সিমলায় যে আনন্দ উপভোগ করার জন্য যাচ্ছেন, তার সবটুকু পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন-
প্যারাসেলিং, মোটর প্যারাগ্লাইডিং, কোয়াড বাইক, জয়সলমীর ডেজার্ট ফেস্টিভ্য়ালে হরেক মজা
বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং করার ইচ্ছা রয়েছে? আহ্বান জানাচ্ছে উত্তরাখণ্ড
১ ফেব্রুয়ারি শুরু গান্ধীসাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল, অ্যাডভেঞ্চারের জন্য তৈরি পর্যটকরা