নতুন বছরের শুরুতেই পরিবারে নেমে এল চরম বিপর্যয়, শোকাহত শ্যুটার মনু ভাকের

সদ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। ফলে আনন্দেই ছিলেন শ্যুটার মনু ভাকের। কিন্তু এরই মধ্যে তাঁর পরিবারে নেমে এল চরম বিপর্যয়।

রবিবার সকালে হঠাৎই মনু ভাকেরের পরিবারে নেমে এল চরম বিপর্যয়। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী এই শ্যুটারের মামা ও দিদিমা। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার চরখি দাদরিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ মহেন্দ্রগড় বাইপাসে স্কুটারের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। এর ফলেই মনুর মামা ও দিদিমার মৃত্যু হয়। তাঁরা চিকিৎসার সুযোগও পাননি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মনুর মামা ও দিদিমা স্কুটারে ছিলেন। যে গাড়ি তাঁদের ধাক্কা মারে, সেই গাড়ি এখনও ঘটনাস্থলে পড়ে আছে। তবে গাড়ির চালক পলাতক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মনুর মামা ও দিদিমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হসপিটালে পাঠিয়েছে পুলিশ। উচ্চপর্যায়ের আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

Latest Videos

এএসআই সুরেশ কুমার জানিয়েছেন, ‘আমরা আজ সকালে খবর পাই, এক স্কুটার ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। স্কুটারে যে দুই ব্যক্তি ছিলেন, তাঁরা প্রাণ হারিয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ির চালককে খুঁজে পাইনি। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

আনন্দের মধ্যেই হঠাৎ বিপর্যয়

দু'দিন আগেই ক্রীড়াক্ষেত্রে দেশের সেরা সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন মনু। রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পরেও এবার খেলরত্ন পুরস্কার প্রাপকদের প্রাথমিক তালিকায় মনুর নাম ছিল না। এই ঘটনা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি মনুর পরিবারও মুখ খোলে। চাপে পড়ে যায় ক্রীড়ামন্ত্রক। শেষপর্যন্ত মনুকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে সেই সম্মান পেয়েছেন মনু। ফলে তিনি খুশি ছিলেন। কিন্তু রবিবার সকালে হঠাৎই খারাপ খবর এল। মামা ও দিদিমার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মনু

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মনু ভাকেরদের কোচ হতে আগ্রহী, আবেদন অলিম্পিক্সে সোনাজয়ী প্রাক্তন শ্যুটারের

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের সম্মান মনু-শ্রীজেশের

'কর্ম করে যাও, ফলের আশা কোরো না,' অলিম্পিক্সে পদক জিতে গীতার উদ্ধৃতি মনু ভাকেরের

Share this article
click me!

Latest Videos

'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
ছেলে দুষ্টুমি করছিল তাই রাগের বশে এ কী করে বসলেন! ভয়ঙ্কর স্বীকারোক্তি মায়ের
Hooghly News Today: চিকিৎসায় গাফেলতির চরম পরিণতি! বিক্ষোভে ফেটে পড়লো পরিবার, থমথমে গোটা এলাকা
'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি পড়ে যাবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Baghajatin