সংক্ষিপ্ত

রবিবার প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন এই শ্যুটার। তিনিই এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন।

অলিম্পিক্সে পদক জেতার পর গীতার কথা উল্লেখ করলেন শ্যুটার মনু ভাকের। তিনি জানিয়েছেন, ‘আমি নিয়মিত গীতা পাঠ করি। ফলে আমার মনে হচ্ছিল, যা হওয়ার সেটাই হবে। যা করার সেটাই করতে হবে। অন্য কিছু ভাবতে হবে না। যা নিয়তি ঠিক সেটাই হবে। কারও পক্ষে কর্মফল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গীতায় অর্জুনকে কৃষ্ণ বলেছেন, তুমি শুধু কর্ম করে যাও, কর্মের ফল নিয়ে ভেবো না। সেটাই আমার মাথায় ছিল। আমি ভাবছিলাম, শুধু নিজের কাজ করে যাই। তারপর যা হওয়ার হবে। ফল নিয়ে আমি চিন্তা করিনি।’

গীতাই মনুর অনুপ্রেরণা

প্যারিস অলিম্পিক্সে পদক জেতার পর গীতার কথা উল্লেখ করে মনু বলেছেন, ‘আমার অসাধারণ অনুভূতি হচ্ছে। দীর্ঘদিন এই পদক পায়নি ভারত। আমার মাধ্যমে এই পদক এল। ভারতের আরও পদক প্রাপ্য। যত বেশি সম্ভব পদক জেতা উচিত ভারতের। এবার যত বেশি সম্ভব ইভেন্টের দিকে নজর দিচ্ছি আমরা। আমাদের দলের সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে। আমি যে পদক জিতেছি, সেটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে, ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমি সাফল্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। শেষপর্যন্ত প্রাণশক্তি নিয়ে লড়াই করেছি। আমি ব্রোঞ্জ জিতলাম। ভারতের জন্য ব্রোঞ্জ জিততে পারায় আমি কৃতজ্ঞ। পরেরবার হয়তো আরও ভালো ফল করতে পারব।’

টোকিওর আফশোস মেটালেন মনু

টোকিও অলিম্পিক্সে পিস্তলে সমস্যা হওয়ায় পদক জিততে পারেননি মনু। তবে এবার আর সেরকম কোনও সমস্যা হয়নি। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ জিতলেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অলিম্পিক্সে শ্যুটিংয়ে প্রথম ভারতীয় মহিলার পদক, মনু ভাকেরকে ফোন করে অভিনন্দন প্রধানমন্ত্রীর

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের

টেবল টেনিসের প্রথম রাউন্ডে চমকপ্রদ পারফরম্যান্স, দাপুটে জয় শ্রীজা আকুলার