R Praggnanandhaa: বিশ্বনাথন আনন্দকে টপকে দেশের সেরা দাবাড়ু প্রজ্ঞানানন্দ

বয়স কম কিন্তু প্রতিভা, দক্ষতা ও প্রজ্ঞায় সবাইকে ছাপিয়ে যাচ্ছেন আর প্রজ্ঞানানন্দ। ভারতের সফলতম দাবাড়ু হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই কিশোরের মধ্যে।

কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে টপকে দেশের সেরা দাবাড়ু হয়ে উঠলেন আর প্রজ্ঞানানন্দ। কেরিয়ারে প্রথমবার র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরা দাবাড়ু হয়ে উঠলেন প্রজ্ঞানানন্দ। বুধবার টাটা স্টিল মাস্টার্সের চতুর্থ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন চিনা দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দেশের সেরা দাবাড়ু হয়ে উঠেছেন প্রজ্ঞানানন্দ। তিনি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। তবে এখন শীর্ষে নেদারল্যান্ডসের অনীশ গিরি। তাঁকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রজ্ঞানানন্দ। তিনি দেশের সেরা দাবাড়ু হয়ে ওঠায় অভিনন্দন জানিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। প্রজ্ঞানানন্দর এই সাফল্যে সারা দেশের ক্রীড়ামহল খুশি। সবারই আশা, ভবিষ্যতে আরও সাফল্য পাবেন এই দাবাড়ু।

প্রজ্ঞানানন্দর পাশে আদানি গ্রুপ

Latest Videos

দাবার বিস্ময়-বালক প্রজ্ঞানানন্দ যাতে আরও উন্নতি করতে পারেন সেটা নিশ্চিত করার জন্য তাঁকে সাহায্য করছে আদানি গ্রুপ। এই গোষ্ঠীর প্রধান নিজে প্রজ্ঞানানন্দর উন্নতির দিকে নজর রাখছেন। এই দাবাড়ুর সঙ্গে দেখা করেছেন আদানি। তিনি জানিয়েছেন, প্রজ্ঞানানন্দের পাশে থাকতে পারা গর্বের বিষয়। এই দাবাড়ু যে সাফল্য পাচ্ছেন, তাতে তিনি সারা দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলেও জানিয়েছেন আদানি। তিনি আরও বলেছেন, ‘দ্রুতগতিতে উন্নতি করে চলা প্রজ্ঞানানন্দকে সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ও যে গতিতে এবং দক্ষতার সঙ্গে উন্নতি করে চলেছে, সেটা চমকপ্রদ। ও সব ভারতীয়র কাছে উদাহরণ হয়ে উঠেছে। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো কাজ আর কিছু নেই। সর্বোচ্চ পর্যায়ে দেশকে সম্মান এনে দেওয়া সবচেয়ে বড় সাফল্য অর্জন। আদানি গ্রুপ অ্যাথলিটদের সবরকমভাবে সাহায্য করে চলেছে।’

দেশকে আরও সম্মান এনে দেওয়াই প্রজ্ঞানানন্দর লক্ষ্য

প্রজ্ঞানানন্দ বলেছেন, ‘আমার দেশ যাতে বিশ্ব পর্যায়ে সাফল্য পায় সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। আমি যখনই খেলি দেশের জন্য আরও সম্মান নিয়ে আসাই একমাত্র লক্ষ্য থাকে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Vaishali Rameshbabu: দাবায় অনন্য নজির, প্রথম ভাই-বোন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানানন্দ-বৈশালী

মাত্র ১৪ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, দাবায় দেশের গর্ব আর প্রজ্ঞানানন্দ

দাবা বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে লড়াই করেও হার প্রজ্ঞানানন্দর

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র