পুলিশের বাধা টপকে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা, আটক কুস্তিগীররা

এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। রবিবার নতুন সংসদ ভবনের বাইরে মহিলাদের মহা পঞ্চায়েতের ডাক দেন আন্দোলনকারীরা। এদিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয়। ফলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

Web Desk - ANB | Published : May 28, 2023 8:12 AM IST
19
নিরাপত্তাবিধি লঙ্ঘন করার জন্য রবিবার আন্দোলনরত কুস্তিগীরদের আটক করল দিল্লি পুলিশ

রবিবার কুস্তিগীর ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়াকে আটক করল দিল্লি পুলিশ। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কুস্তিগীররা। তখনই তাঁদের আটক করে পুলিশ। 

29
যন্তর মন্তরে দিল্লি পুলিশের সঙ্গে কুস্তিগীরদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়

দিল্লি পুলিশের পক্ষ থেকে কুস্তিগীরদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কুস্তিগীররাও পুলিশের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, সঙ্গীতা ফোগটদের আটক করা হয়।

39
মহিলাদের মহা সম্মান পঞ্চায়েতে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর দিল্লি পুলিশ

নতুন সংসদ ভবনের বাইরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে মহিলা সম্মান মহা পঞ্চায়েতকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয়, সেটা নিশ্চিত করার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করে দিল্লি পুলিশ।

49
দিল্লির গাজিপুর সীমানাতেও প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে

মহিলা সম্মান মহা পঞ্চায়েত উপলক্ষে দিল্লির বাইরে থেকে লোকজনের আসা ঠেকাতে গাজিপুর সীমানাতেও প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

59
আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানাল দিল্লি পুলিশ

সব আন্দোলনকারীকে আটক করার পর জোর করে বাসে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। স্পেশাল কমিশনার অফ পুলিশ (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেছেন, 'আইন-শৃঙ্খলা বিধি লঙ্ঘন করার দায়ে আন্দোলনকারীদের আটক করা হয়েছে। তদন্তের পর আমরা আইনি ব্যবস্থা নেব।' 

69
কুস্তিগীরদের আটক করার পর যন্তর মন্তর ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ

কুস্তিগীর ও তাঁদের অনুগামীদের আটক করে নিয়ে যাওয়ার পর যন্তর মন্তরে আন্দোলনস্থল ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ। এরপর হয়তো নতুন করে অবস্থানে বসতে বাধা দেওয়া হবে।

79
বিভিন্ন সংগঠন কুস্তিগীরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, সবাইকে আটক করেছে দিল্লি পুলিশ

প্রাক্তন সাংসদ সুহাসিনী আলি, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লির মহিলা আন্দোলনকারীদের আটক করে বসন্ত কুঞ্জ থানায় নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। 

89
আন্দোলনরত কুস্তিগীরদের আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষকদের সংগঠন

শুরু থেকেই কুস্তিগীরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে কৃষকদের সংগঠন। রবিবার কুস্তিগীরদের আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষকদের সংগঠন।

99
মহিলা সম্মান মহা পঞ্চায়েতে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা

কৃষক নেতা রাকেশ টিকাইত-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রবিবার নতুন সংসদ ভবনের বাইরে মহিলা সম্মান মহা পঞ্চায়েতে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos