
কোনও টেনিস খেলোয়াড় অন্তঃসত্ত্বা হলে এবং সন্তানের জন্ম দিলে ১২ মাসের জন্য ছুটি পাবেন। শুধু তাই নয়, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় তিনি বেতন পাবেন। টেনিস খেলোয়াড়দের জন্য প্রথমবার এই নিয়ম চালু করা হল। মহিলাদের টেনিসের নিয়ামক সংস্থা ডব্লুটিএ এই ঘোষণা করেছে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই নতুন ব্যবস্থা চালু করল ডব্লুটিএ। এই নতুন ব্যবস্থাকে বলা হচ্ছে ফ্যামিলি বেনিফিটস প্রোগ্রাম। এই ব্যবস্থা অনুযায়ী শুধু সবেতন মাতৃত্বকালীন ছুটি পাওয়াই নয়, মা হওয়ার জন্য আইভিএফ বা এই ধরনের অন্য চিকিৎসার সুবিধাও পাবেন টেনিস খেলোয়াড়রা। ডব্লুটিএ জানিয়েছে, এতদিন খেলোয়াড়দের জন্য এসব সুবিধা ছিল না। ফলে খেলোয়াড়দের অনেক সময় সমস্যায় পড়তে হত। তবে এবার থেকে আর এই ধরনের সমস্যা হবে না।
খেলোয়াড়দের পাশে ডব্লুটিএ
নতুন ব্যবস্থার বিষয়ে ডব্লুটিএ সিইও পোর্শিয়া আর্চার জানিয়েছেন, ‘মা হওয়া এবং পরিবার সামলানোর ঝক্কি পেশাদার টেনিস খেলোয়াড়দের শরীর ও মনের উপর প্রভাব ফেলে। শারীরিক ও মানসিক চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে যায়। ফলে কেরিয়ারে সমস্যা হতে পারে। আমরা অনেকদিন ধরেই এ বিষয়ে ভাবনা-চিন্তা করছিলাম। খেলোয়াড়রা মা হওয়ার সিদ্ধান্ত নিলে এবং নিজেদের মতো করে সময় কাটাতে চাইলে আমরা কীভাবে আরও বেশি করে তাঁদের পাশে থাকতে পারি, সে বিষয়ে আলোচনা করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।’
ডব্লুটিএ-র সিদ্ধান্তে খুশি খেলোয়াড়রা
ডব্লুটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ৩২০ জনেরও বেশি খেলোয়াড় নতুন ব্যবস্থায় উপকৃত হবেন। তবে শর্ত রয়েছে। এক বছরের মধ্যে ডব্লুটিএ পরিচালিত নির্দিষ্ট সংখ্যক টুর্নামেন্টে যোগ দিতে হবে। তাহলেই মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে ডব্লুটিএ প্লেয়ারস কাউন্সিল প্রতিনিধি ভিক্টোরিয়া আজারেঙ্কা জানিয়েছেন, তাঁর আশা, নতুন এই ব্যবস্থা টেনিসে স্থায়ী প্রভাব ফেলবে। ২০১৬ সালে সন্তানের জন্ম দেন আজারেঙ্কা। সন্তানের বাবার সঙ্গে সন্তানের অধিকার নিয়ে তাঁর আইনি লড়াই চলছিল। ২০১৭ ও ২০১৮ সালে কোর্টের বাইরে থাকতে হয়েছিল আজারেঙ্কাকে। তাঁর আশা, ভবিষ্যতে আর কোনও খেলোয়াড়কে এই সমস্যায় পড়তে হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।