বিশাখাপত্তনমে গ্যাসলিক কাণ্ডে দুঃখপ্রকাশ বিরাট কোহলি, সুনীল ছেত্রী, সানিয়া মির্জা সহ ক্রীড়া ব্যক্তিত্বদের

Published : May 07, 2020, 08:31 PM ISTUpdated : May 07, 2020, 08:33 PM IST
বিশাখাপত্তনমে গ্যাসলিক কাণ্ডে দুঃখপ্রকাশ বিরাট কোহলি, সুনীল ছেত্রী, সানিয়া মির্জা সহ ক্রীড়া ব্যক্তিত্বদের

সংক্ষিপ্ত

বিশাখাপত্তনমে গ্যাসলিক কাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি ২০০ জন, ২০ জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় দুঃখপ্রকাশ করলেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের মৃতের পরিবারের প্রতি সমবেদনা ও অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা সকলের  

বিশাখাপত্তনমের ভেঙ্কটাপুরামের গ্যাস লিক কাণ্ড উস্কে দিয়েছে ভোপাল কাণ্ডের স্মৃতি। ভেঙ্কটাপুরামে গ্রামের কাছে এলজি পলিমারস ইন্ডিয়া রাসায়নিক প্ল্যান্টে বৃহস্পতিবার গ্যাস লিক হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ২০০ জনকে। যাদের মধ্যে ৮০ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক৷ ইতিমধ্যে ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী থেকে টেনিস তারকা সানিয়া মির্জা, শাটলার সাইনা নেহওয়াল সকলেই ঘটনায় মৃতদের পরিবারের সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেছেন অসুস্থদের।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ট্যুইটে লিখেছেন,ভাইজ্যাগ গ্যাসিকের যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা। হাসপাতালে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করি৷

 

 

ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান টুইটে লিখেছেন, ‘ভাইজ্যাগ গ্যাস লিকের কথা শুনে আমি হতবাক হয়েছি, যারা প্রাণ হারাল তাদের জন্য আমি খারাপ বোধ করি। তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আসুন আমরা সকলেই বিশাখাপত্তনমের মঙ্গল কামনা করি৷’

 

 

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা লিখেছেন, “প্রাণহানি সর্বদা দুঃখজনক এবং শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তোমাদের শক্তি দিন এবং আমি হাসপাতালের সকলের মঙ্গল কামনা করি।”

 

 

ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং লেখেন, ‘‘ভাইজ্যাকে গ্যাস লিকের ঘটনা দূর্ভাগ্যজনক। যারা বা যাদের পরিবার ক্ষতিগ্রস্থ তাদের জন্য প্রার্থণা। শক্ত থাকো ভাইজ্যাক।

 

 

হার্দিক পাণ্ড্যে লেখেন, ‘‘ভাইজ্যাক গ্যাস লিক হৃদয়বিদারক। প্রয়াতদের কাছের মানুষদের প্রতি সমবেদনা এবং প্রার্থণা ক্ষতিগ্রস্তদের জন্য।''

 

 

ঋষভ পন্থ লেখেন, ‘‘ভাইজ্যাকের যে সব ছবি উঠে আসছে খুবই চাঞ্চল্যকর।মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং যারা হাসপাতালে রয়েছেন তাঁদের দ্রুত সুস্থ হয়ে ফিরবে আশা করি।''

 

 

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি টুইট করেছেন, “ভাইজাগ থেকে উদ্বেগজনক খবর এবং দৃশ্যগুলি দেখে আমি অত্যন্ত মর্মাহত। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সকলের জন্য প্রার্থনা করি৷ আমাদের জীবনের সত্যিকার অর্থেই যথাসাধ্য চেষ্টা করা উচিত৷’

 

 

শাটলার সাইনা নেহওয়াল লেখেন, ‘‘খুব মর্মান্তিক দুর্ঘটনা... ভাইজ্যাকে গ্যাস লিকে মানুষের মৃত্যু। ভগবানের কাছে প্রার্থণা করি। ক্ষতিগ্রস্থদের পরিবারকে সাহস দিক ভগবান।''

 

 

বিশাখাপত্তনমের ঘটনায় দঃখপ্রকাশ করেছেন শাটলার পিভি সিন্ধুও। সকলের সুস্থতা কামনা করেছেন তিনি।

 

 

টেনিস তারকা সানিয়া মির্জা টুইটে লেখেন, ‘‘সত্যিই খুব দূর্ভাগ্যজনক খবর, যা মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং প্রচুর মানুষকে ক্ষতিগ্রস্থ করেছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থ হওয়ার কামনা করি। শক্ত থাক এবং সাবধানে থাকো ভাইজ্যাক।''

 

 

 


 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত