ব্যাডমিন্টনে অব্যাহত ভারতের পদক জয়, এসএলফোর বিভাগে রুপো জিতলেন সুহাস যুথিরাজ

প্যারালিম্পিক্সে ব্য়াডমিন্টনে অব্যাহত ভারতের পদক জয়। এসএলফোর বিভাগে রুপো জিতলেন সুহাস যুথিরাজ। ফাইনালে দুরন্ত লড়াই করেও হার ভারতীয় শাটলারের।
 

টোকিো প্যারালিম্পিক্সে অব্যাহত ভারতের পদক জয়। শনিবার ভারতের ঝুলিতে এসেছিল ৪টি পদক। মোট পদক সংখ্যা ছিল ১৭। ব্যাডমিন্টনে এসেছিল জোড়া পদক। রবিবারও প্যারালিম্পিক্সে ভারতের পদক বৃষ্টি অব্যাহত থাকল।  সোনা হাতছাড়া হলেও ব্যাডমিন্টনের এসএলফোর বিভাগে রুপো জিতলেন ভারতীয় শাটলার সুহাস যুথিরাজ। পদক জয়ের লক্ষ্য নিয়েই টোকিও পারি দিয়েছিলেন সুহাস। নিজের ও দেশবাসীর স্বপ্নপূরণ করতে পেরে খুশি তিনি।

 

Latest Videos

 

ফাইনালে সুহাস যুথিরাজের প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের লুকাস মাজুর। গ্রুপ পর্বেও ফরাসী শাটলারের বিরুদ্ধে হেরেছিলেন সুহাস। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। প্রথম গেমে শুরুটা ভালো করেছিলেন ভারতীয় শাটলার। ২১-১৫ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সুহাস। কিন্তু দ্বিতীয় গেমে কামব্যাক করেন মাজুর। লড়াই করেও শেষ পর্যন্ত ১৭-২১ ব্যবধানে হারতে হয় সুহাসকে। তৃতীয় গেমে সুহাস পরাজিত হন ১৫-২১ ব্যধানে। রুপো জয়ের পর সুহাসকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

 

 

প্রসঙ্গত, শুধু খেলাধুলো নয়, দেশের প্রশাসনিক স্তরেও সাফল্যের সঙ্গে নিজের দায়িত্বভার সামলান সুহাস যুথিরাজ। ২০০৭ সালের আইএএস সুহাস এই মুহূর্তে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। প্রশাসনিক স্তরেও তার যথেষ্ট নামডাক রয়েছে। ২০১৮ সালে জাতীয় স্তরে সোনা জেতেন সুহাস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। এবার প্যারালিম্পিক্সে সিলভার মেডেল জয়ের পর সুহাসকে শুভেচ্ছা ১৩০ কোটি দেশবাসীর।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury