এবার কী মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) হাত ধরে কাটবে পঞ্জাব কিংসের (Punjab Kings) ট্রফির খরা। দেখে নিন আইপিএল ২০২২ (IPL 2022) - এ কতটা শক্তাশালী হল পঞ্জাব কিংস দল।
আইপিএলের ইতিহাসে (IPL History) সবথেকে তারকা খোচিত দল বানিয়েও একবারও ট্রফি জিততে পারেনি যে দলগুলি তাদের মধ্যে অন্যতম পঞ্জাব কিংস (Punjab Kings) । আইপিএল ২০২২ (IPL 2022) -এ সম্পূর্ণ নতুন করে সাজানো হয়েছে পঞ্জাব দল। গত মরসুম পর্যন্ত দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলিয়েছেন তারকা ব্য়াটসম্য়ান কেএল রাহুল। এবার তিনি নতুন আইপিএল দল লখনউতে যোগ দিয়েছেন। সেই জায়গায় এবার অধিনায়কত্ব করতে দেখা যাবে গতবার পর্যন্ত কেএল রাহুলের ওপেনিং পার্টনার মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) । এছাড়াও গোটা দলেও একাধিক পরিবর্তন করা হয়েছে। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পঞ্জাব। তাই দলও মনের মত গড়েছে প্রীতি জিন্টার দল। আপিএলের নতুন মরসুম শুরুর আগে দেখে নিন পঞ্জাব কিংসের টিম প্রোফাইল।
ব্য়াটিং-
কেএল রাহুস চলে গেলেও এবারও ব্যাটিংয়ে ওপেনরে দায়িত্বে থাকছে দুই ভারতীয় সেরা ব্য়াটসম্য়ানের উপর। একদিকে যেমন রিটেন করা প্লেয়ার হিসেবে থাকছেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। তারসঙ্গে নিলামে নেওয়া হয়েছে অভিজ্ঞ ভারতীয় ওপেনার ও আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্য়াটসম্য়ান শিখর ধওয়ানকে। এছাড়াও থাকছে শ্রীলঙ্কার মারকাটারি ব্য়াটসম্য়ান ভানুকা রাজাপাকসা। ফলে ইনিংসের শুরুতে যথেষ্ট শক্তিশালী পঞ্জাব দল।
অলরাউন্ডার-
পঞ্জাব কিংস দলেও এবার একাধিক অলরাউন্ডার রয়েছে যারা নিজেদের ক্ষমতায় একাই ম্য়াচ জিতিয়ে দিতে পারে দলকে। বিদেশি অলরাউন্ডার হিসেবে সবার আগে বলতে হয় ব্রিটিশ ক্রিকেটার ও টি২০ ক্রিকেট স্পেশালিস্ট লিয়াম লিভিংস্টোনের নাম। এছাডাও রয়েছে ওডিয়ান স্মিথ। ভারতীয় তারকা অলরাউন্ডার হিসেবে প্রীতির দলে রয়েছেন শাহরুখ খান। যিনি দুরন্ত ফর্মে ছিলেন রঞ্জি ট্রফিতে। এছাড়াও তালিকায় রয়েছেন রাজ অঙ্গদ বাওয়া , ঋষি ধাওয়ান, প্রেরক মানকদ , অথর্ব তাইডে, বেনি হাভেল , ঋত্তিক চট্টোপাধ্য়ায় , অংশ প্যাটেল।
উইকেট রক্ষক-
উইকেট রক্ষক ও ব্য়াটসম্যান হিসেবে রয়েছেন ইংল্য়ান্ডের তারকা জনি বেয়ারস্টো। যিনি ওপেনিংও করতে পারেন। যথেষ্ট অভিজ্ঞ বেয়ারস্টো। প্রয়োজনে প্রথম ডাউন এসে দলকে ভরসাও দিতে পারেন। আর উইকেটের পিছনে দীর্ঘ বছর ধরে ইংল্য়ান্ড দলে খেলেছেন। এছাড়াও উইকেট রক্ষক ব্যাটসম্য়ান হিসেবে পঞ্জাব দলে রয়েছেন জিতেন শর্মা ও প্রভসিমরান সিং।
বোলিং-
পঞ্জাব দলের স্পিন অ্যাটাকে রয়েছেন রাহুল চাহারের মত তারকা। গতবার পর্যন্ত মুম্বই দলে খেলেছেন। এবার তাকে নিলামে কেনে পঞ্জাব। এছাড়াও রয়েছে হারপ্রীত ব্রার। যিনি গতবার আইপিএলে নজপ কেড়েছেন। এছাড়া পেস অ্যাটাকে রয়েছে কাগিসো রাবাডার মত তারকা। যিনি একাই বিপক্ষের ত্রাস হতে সক্ষম। সঙ্গে রয়েছে অর্শদীপ সিং, ইশান পোড়েল, সন্দীপ শর্মা, নাথান এলিস, বৈভব অরোরা, বালতেজ ধান্দা।সব মিলিয়ে এবার পঞ্জাব দলে ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার সব বিভাগেই যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। এবার দেখা যাক ১৪ বছর ধরে অধরা ট্রফি অবশেষে মায়াঙ্ক আগরওয়ালের হাত ধরে পঞ্জাব জিততে পারে কিনা।