টোকিও অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন, ভারতীয় দলের মনের জোর বাড়ালেন মোদী

আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল টোকিও ২০২০ প্যারালিম্পিক্সের। উদ্বোধন অনুষ্ঠান দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন মোদী।
 

আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল টোকিও ২০২০ প্যারালিম্পিক্সের। করোনা আবহে সাড়ম্বরে কিছুটা ঘাটতি ছিল সুরক্ষার কারণে। কমিয়ে দেওয়া হয়েছিল অ্যাথলিট ও অফিসিয়ালসদের সংখ্যা। প্যারালিম্পিক্সের উদ্বোধীন অনুষ্ঠানে মার্চ পাস্টে দেশের পতাকা বহন করেন ২০১৬ রিও প্যারালিম্পিক্সে হাইজাম্পে সোনা জয়ী অ্যাথলিট মারিয়াপ্পন থাঙ্গাভেলু। এছাড়া অংশ নেন সাকিনা খাতুন, জয়দীপ, বিনোদ কুমার ও টেকচাঁদ। এছাড়া মোট ৬ আধিকারিক অংশ নেন মার্চ পাস্টে।

 

Latest Videos

 

টোকিও প্যারালিম্পিক্সের উব্দোধনী অনুষ্ঠান দেখেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চ পাস্টে ভারতীয় দলের প্রবেশের সময় উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ভারতীয় দলকে স্বাগত জানান মোদী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় প্রধানমন্ত্রী অফিসিয়াল ট্যইটার হ্যান্ডেলে। সঙ্গে ক্যাপশনে প্রধানমন্ত্রী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,'আমি বিশ্বাসী যে প্যারালিম্পিক্সে ভারতীয় দল নিজেদের সেরাটা উজার করে দেবে ও অন্যদেরও অনুপ্রাণিত করবে।'

 

 

 ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে ভারত থেকে মোট ১৯ জন অ্যাথলিট অংশ গ্রহণ করেছিলেন।  ২টি সোনা, ২টি রূপো ও একটি ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবার টোকিওতে প্যারালিম্পিক্সের ইতিহাসে সবথেকে বড় দল পাঠিয়েছে ভারত। মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে ক্রীড়া ব্যক্তিত্বরা। গতবারে রেকর্ড ভেঙে নতুন নজির গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী দেবেন্দ্র ঝাঝারিয়া, মারিয়াপ্পন থাঙ্গাভেলু, সাকিনা খাতুনরা।

Share this article
click me!

Latest Videos

উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News