Tokyo Olympics: 'অলিম্পিক্স বাতিল করুন', কোভিড পরিস্থিতিতে বিক্ষোভে ফুঁসছে জাপান

কোভিড পরিস্থিতিতে অলিম্পিক্সের আয়োজন নিয়ে বিক্ষোভে ফুঁসছে জাপান।এহেন পরিস্থিতিতে কীকরে সে দেশে অলিম্পিক্সের আয়োজন হচ্ছে, প্রশ্ন তুলে আন্তর্জাতিক অলিপিক্স কমিটির প্রধান টমাস বাখের বিরুদ্ধে দেশ ছাড়া স্লোগান উঠেছে।
 


কোভিড পরিস্থিতিতে অলিম্পিক্সের আয়োজন নিয়ে বিক্ষোভে ফুঁসছে জাপান। সারা বিশ্ব অলিম্পিক্সের প্রহর গুণছে, হাতে গুনে মাত্র আর ৬ দিন। ২৩ জুলাই শুক্রবার  অলিম্পিক শুরু হওয়ার আগেই কোভিড আতঙ্কে কাঁপছে সবাই। কারণ, অলিপিক্সে অংশ নিতে চলা কয়েকটি দেশের মানুষ ইতিমধ্য়ে কোভিডে আক্রান্ত হয়েছেন।  এদিকেই জাপানেও কোভিডে ইতিমধ্যেই অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, সংক্রমিত হচ্ছেন রোজ। এহেন পরিস্থিতিতে কীকরে সে দেশে অলিম্পিক্সের আয়োজন হচ্ছে, প্রশ্ন তুলে আন্তর্জাতিক অলিপিক্স কমিটির প্রধান টমাস বাখের বিরুদ্ধে দেশ ছাড়া স্লোগান উঠেছে।

 

Latest Videos

 

 আরও পড়ুন, টোকিও অলিম্পিক্স শুরুর আগেই জোর ধাক্কা, গেমস ভিলেজেই করোনা আক্রান্ত ১


উল্লেখ্য, কোভিডে ইতিমধ্যেই জাপানে ১৪ হাজার ৯৬৫ প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা সেখানে ৮ লাখেরও উপরে।  এর মধ্য়ে টোকিওতেই ২২৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে অলিপিক্সে অংশ নিতে চলা কয়েকটি দেশের মানুষ ইতিমধ্য়ে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার অন্যতম নাইজেরিয়া। টোকিয়ো আসার পরেই সেই দলের এক কর্তা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়া টেনিস দলের অন্যতম সদস্য এবং বিশ্বের ১৫ নম্বর বাছাই অ্যালেক্স ডি মিনাউর দেশ ছাড়ার আগে করোনায় আক্রান্ত হন। যার দরুন টোকিওতে এবার সে আসতে পারেনি। এখানেই শেষ নয়, আমেরিকার বাস্কেট বল খেলোয়াড় ব্র্যাডলে বিলেরও এবার অলিপিক্স খেলা সম্ভব নয়। কোভিড কেড়ে নিয়েছে তাঁর স্বপ্নও। আর মাত্র ৬ দিন আগে ঘটে গেল আরও কোভিড সংক্রমণের ঘটনা। সকল দেশের অ্যাথলিটদের থাকার জন্য তৈরি করা গেমস ভিলেজেই করোনা আক্রান্ত হলেন এক ব্যক্তি।  এদিকে এবারের অলিম্পিক্সে ১৫ হাজার ৪০০ অ্যাথলিট ছাড়াও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত প্রায় ১০ হাজার মানুষ, সম্প্রচারকারী চ্যানেলের কর্মীরাও টোকিয়োতে আসতে চলেছেন। এই সব কিছু প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে গোটা জাপান। 

 

 

আরও পড়ুন, লক্ষ্য অলিম্পিকে সোনা, অপূর্ব ভঙ্গিমায় একমনে প্র্যাকটিস চলছে বঙ্গতনয়া প্রণতির, দেখুন ছবি

 এহেন পরিস্থিতিতে কীকরে সে দেশে অলিম্পিক্সের আয়োজন হচ্ছে, প্রশ্ন তুলে আন্তর্জাতিক অলিপিক্স কমিটির প্রধান টমাস বাখের বিরুদ্ধে দেশ ছাড়া স্লোগান উঠেছে। হিরোশিমার শান্তি সৌধের কাছে বাখের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্র হয়েছে মানুষ। পুলিশির মারও পরোয়া নেই। 'বাখ দেশ ফিরে যান', 'আপনাকে স্বাগত জানাতে পারলাম না', অলিম্পিক্স বাতিল করুন' বলে, স্লোগানে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। তবে বিক্ষোভের আগুনে ফুসছে যখন জাপান, এমনই একসময় শীতল স্পর্শে ছুঁয়ে গেল বাখের বক্তব্য। বাখ বলেছেন, অলিম্পিক্সের আসল অর্থ হল সৌহার্দ্য এবং শান্তি বজায় রাখা। তাই কোনও অ্য়াথলিট যেন প্রতিযোগিতা চলা র সময় রাজনৈতিক প্রচার থেকে বিরত থাকে। প্রতিযোগিতা চলার সময় তেমন মুহূর্ত দেখা গেলে সেই অ্যাথলিট কিংবা দলকে চির নির্বাসিত করা হবে।'

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News