নীরজের সোনায় উজ্জ্বল ভারত - মোদী-মমতার মুখে একটাই কথা, 'ইতিহাস'

ইতিহাস রচিত হল। অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জেতায়, নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কে কী বললেন? 

Asianet News Bangla | Published : Aug 7, 2021 1:42 PM IST / Updated: Aug 07 2021, 07:18 PM IST

টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোতে নীরজ চোপড়া স্বর্ণপদক জিততেই শুরু হয়ে গিয়েছে সমস্ত মহল অভিনন্দনের বন্যা। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই নীরজের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করে তার ভূয়সী প্রশংসার করেছেন। একনজরে দেখে নেওয়া যাক, কে কী বললেন - 

তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ টুইট করে বলেন, 'নীরজ চোপড়ার অভূতপূর্ব জয়! আপনার জ্যাভেলিনের সোনা সমস্ত বাধা ভেঙে ইতিহাস সৃষ্টি করেছে। আপনার প্রথম অলিম্পিক থেকেই আপনি ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড পদক নিয়ে েলেন। আপনার কৃতিত্ব আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত আনন্দিত! আন্তরিক অভিনন্দন!'

Latest Videos

"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 'ইতিহাস রচিত হয়েছে টোকিওতে! আজ নীরজ চোপরা যা অর্জন করলেন তা চিরকাল মনে থাকবে। তরুণ নীরজ দারুণ ভালো করেছেন। তিনি অসাধারণ আবেগ নিয়ে খেলেছেন এবং অতুলনীয় দৃঢ়তা দেখিয়েছেন। সোনা জেতার জন্য তাকে অভিনন্দন।' 

রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীর কড়া বিরোধী হলেও, নীরজের সাফল্যে একেবারে নরেন্দ্র মোদীর ভাষাতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মতোই তিনিও বলেছেন, 'ইতিহাস রচিত হয়েছে! অলিম্পিক ২০২০-তে স্বর্ণপদক জেতার জন্য জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়াকে নিয়ে গর্বিত।' 

উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, 'কী অবিশ্বাস্য কৃতিত্ব! টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস রচনা করে নীরজ চোপড়া ভারতকে গর্বিত করেছে। তার অসাধারণ সাফল্য ভারতীয়দের সীমাহীন আনন্দ ও গর্ব এনে দিয়েছে। ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তার সাফল্য কামনা করছি!'
 

 

Share this article
click me!

Latest Videos

Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল, পুলিশের সামনেই বিধায়কের সঙ্গে এ কী করলেন পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি?
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের