যুদ্ধক্ষেত্রের 'বদলা' টেনিস কোর্টে, রাশিয়াকে হারাল ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা

রাশিয়া (Russia) ও ইউক্রেনের (Ukraine) মধ্যে যুদ্ধের পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। দেশ রক্ষার্থে যুদ্ধে নামার সিদ্ধান্ত নিচ্ছে ইউক্রেনের জনগণ। এবার টেনিস (Tennis) কোর্টে রাশিয়াকে হারিয়ে দিলেন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা (Elina Svitolina)। 
 

রাশিয়ার (Russia) হামলায় বিধ্বস্ত গোটা ইউক্রেন (Ukraine)। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা দেশ। যুদ্ধক্ষেত্রে প্রতিবেশী দেশ প্রবল প্রতিপক্ষ ঠিকই।  কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ইউক্রেন। এই পরিস্থিতিতে যুদ্ধ ক্ষেত্রে কী হবে তা ভবিষ্যৎ ঠিক করলেও, খেলার মাঠে কিন্তু রাশিয়াকে যোগ্য জবাব দিল ইউক্রেন। টেনিস কোর্টে রাশিয়াকে কার্যত উড়িয়ে দিয়ে অনেকটা যুদ্ধ জয়ের স্বাদ অনুভব করলেন ইউক্রেনের মহিলা টেনিস তারকা (Tennis Star) এলিনা সোয়াইতোলিনা  (Elina Svitolina)। রাশিয়ার টেনিস খেলোয়ার আনাস্তাসিয়া পোটাপোভাকে (Anastasia potapova)মেক্সিকোর মন্টেরে-তে স্ট্রেট সেটে হারালেন এলিনা।

রাশিয়ার হামলার প্রতিবাদে আগে থেকেই নেট মাধ্যমে সরব হয়েছিলেন এলিনা সোয়াইতোলিনা।  মেক্সিকোর (Mexico) মন্টেরে-তে (monterrey) নামার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন কোনও রাশিয়ার প্লেয়ারের বিরুদ্ধে খেলবেন না তিনি। একইসঙ্গে আয়োজকদের কাছে রাশিয়ার প্লেয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এলিনা। নিজের দাবির ক্ষেত্রে জয় পান তিনি। মহিলাদের টেনিস সংস্থা ডব্লিউটিএ জানিয়ে দেয়, রাশিয়ার প্রতিযোগিরা নিজের দেশের নাম বা পতাকা নিয়ে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের পরই রাশিয়ার আনাস্তাসিয়া পোটাপোভা বিরুদ্ধে টেনিস কোর্টে (Tennis Court)নামতে রাজি হন এলিনা।

Latest Videos

দেশের নাম বা পতাকা না থাকলেও রাশিয়ার প্রতিপক্ষকে দেখে প্রথম থেকেই জ্বলে ওঠেন এলিনা। তার রনের পোষাকও থিল ইউক্রেনের দেশের জাতীয় পতাকার (National Flag) রঙে।  হলুদ রংয়ের টপ এবং নীল রংয়ের শর্টস পরে নেমেছিলেন এলিনা। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি।  মাত্র ৬৪ মিনিটে ২-৬, ১-৬ গেমে উড়েয়ে দেন রাশিয়ার প্রতিপক্ষকে। জয়ের পর এলিনা বলেন,'এটা আমার জন্য একটা বিশেষ ম্যাচ ছিল। এমনিতে খুবই দুঃখে রয়েছি, কিন্তু এখানে টেনিস খেলতে পেরে গর্বিত। দেশের জন্য আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ইউক্রেনে যা হচ্ছে তার বিরুদ্ধে গোটা টেনিস সম্প্রদায়কে এক করাই আমার কাজ।'

প্রসঙ্গত, শুধু টেনিস কোর্টেই রাশিয়ার বিরুদ্ধে জয় নয়, দেশের পাশেও দাঁড়িয়েছেন এলিনা। বিভিন্ন টেনিস প্রতিযোগিতা খেলে যে অর্থ পাবেন তা  দেশের সেনাবাহিনী এবং যুদ্ধ-বিধ্বস্ত মানুষের প্রয়োজনে অনুদান করে দেওয়ার কথা জানিয়েছেন এলিনা সোয়াইতোলিনা। সর্বোতভাবে দেশের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছোন ইউক্রেনের টেনিস তারকা। এলিনার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে দেশবাসী। এবার টেনিসকোর্টে রাশিয়াকে হারিয়ে কিছুটা খুশি। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today