বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে অন্যতম সেরা পারফর্ম করে দেখিয়েছেন ভারতীয় পেসাররা একই সঙ্গে পিঙ্ক বল হাতে দুই ইনিংস মিলিয়ে ১৯টি উইকেট তুলে নিয়েছেন ঈশান্ত, সামি, উমেশরা। একই সঙ্গে ব্যাট হাতেও অনবদ্য পারফর্ম করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এবার সেই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আশার আলো দেখছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। পিঙ্ক বল টেস্ট তৃতীয় দিনেই শেষ হয়ে গিয়েছে। আর সেই পিঙ্ক বল টেস্ট শেষ হতেই একান্ত সাক্ষাতকারে ভারতীয় দলের খুটিনাটি নিয়ে এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন ভিভিএস। ভারতীয় দল যে কোনও প্রান্তে ভালো খেলার ক্ষমতা রাখে এমনটাই বলেন ভিভিএস।
ভারতের হয়ে টেস্টে এক সময় দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। এক সময় ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাট হাতে দলের হাল ধরতেন লক্ষ্মণ। আর সেই তাঁর গলায় এবার বিরাট, সামি, ঈশান্তদের প্রশংসা। এবার সেই অধিনায়ক সৌরভ এখন বিসিসিআই সভাপতি। আর সেই বিসিসিআই সভাপতির তত্ত্বাবধানে পিঙ্ক বলেও বেশ সফল কোহলিরা। তবে শুধুই কি ঘরের মাঠে, বিদেশে কতটা ছাপ ফেলতে পারে ভারতীয় দল? এই প্রশ্নের উত্তরে লক্ষ্মণ বলেন, 'ভারতীয় দল এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে ওরা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে এসেছে। এবার অস্ট্রেলিয়া সফরে গেলে সেখানেও দল জিতে আসবে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। বাকি দেশগুলোর বিরুদ্ধেও ভালো খেলছে কোহলিরা। এটা একটা দারুণ পরিবর্তন। ক্রিকেটকে উপভোগ করছে ভারতীয় ক্রিকেটাররা।' ইতিমধ্যেই প্রথম টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ার টিম পাইন দিন রাতের টেস্ট খেলতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিরাটদের। পাশাপাশি বিরাট কোহলিও সাংবাদিক বৈঠকে বলেন আগামী দিনে আরও পিঙ্ক বল টেস্ট খেলার কথা। সেই সঙ্গে এই বিষয় নিয়ে এবার সুর মেলালেন লক্ষ্মণও।
তবে ভারতীয় ক্রিকেটের এই পরিবর্তন শুধু মাত্র বোলারদের জন্যেই। ইডেন গার্ডেন্সে সুবিধা পাবে পেসাররা সেটা আগেই জানা গিয়েছিল। তারাই পিঙ্ক বল হাতে বাজিমাৎ করলেন। আর সেই বোলারদের কতটা এগিয়ে রাখছেন? এই প্রশ্নের উত্তরে লক্ষ্মণ বলেন,'আমাদের সময় ভালো বোলার ছিল। একই সঙ্গে প্রতিপক্ষ দলে আরও ভালো পেসাররা ছিল। তবে সামি, ঈশান্ত, উমেশ এরা খুব ভালো করছে। এটা একটা পজিটিভ দিক। ভারতীয় দলে বুমরার মতন বোলাররাও আছে। একই সঙ্গে রিজার্ভ বেঞ্চও খুব ভালো। তাই আলাদা করে কোনও প্রশ্ন তোলা উচিত নয় তাঁদের নিয়ে।'
'
একই সঙ্গে লক্ষ্মণ বিরাট কোহলিদের ব্যাটিং নিয়ে বলেন, 'কোহলি খুব ভালো ক্রিকেটার। দারুণ ব্যাট করতে পারছে। ভারতীয় দল টিম গেমে জিতছে। পেসাররা সবাই ভালো করছে। দলে একটা পজিটিভ দিক তৈরি হয়েছে। যে ভাবে ব্যাটিং করছে দল সেটাও খুব ভালো। পূজারা, রাহানে থেকে শুরু করে বাকিরাও বেশ ছন্দে আছে। তাই এখন ভারতকে অনেকটা এগিয়ে রাখছি।'
পাশাপাশি পিঙ্ক বলের ক্রিকেট টেস্ট ক্রিকেটকে আরও বেশ উজ্জীবিত করবে বলে মনে করেন লক্ষ্মণ। একই সঙ্গে ভারতে আরও পিঙ্ক বলের টেস্ট ম্যাচ হওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। এই বিষয় নিয়ে লক্ষ্মণ বলেন, 'ভারতীয় ক্রিকেটে এটা একটা ভালো দিক। পিঙ্ক বল ক্রিকেট টেস্টের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও সেটা হবে। তাই বছরে দুটো করে পিঙ্ক বলের টেস্ট হওয়া উচিত বলে আমার মনে হয়। তার থেকে বেশি করতে পারলেও ভালো। কিছুটা হলেও টেস্ট ম্যাচের উন্মাদনা থাকবে।'