নৈশালোকে গোলাপি বল ব্যাটসম্যানদের কাছে বড় চ্যালেঞ্জ বলছেন চেতেশ্বর পূজারা

  • নৈশালোকে পিঙ্ক বলে ব্যাট করা কঠিন, বলছেন পূজারা
  • চোটগ্রস্থ বাংলাদেশ, নৈশালোকে গোলাপি বলকে দায়ি করছেন চিতু
  • বিরাটের ইনিংসের প্রশংসা করলেন ভারতীয় ব্যাটসম্যান
  • গোলাপি বলে আরও অনুশীলন চাইছেন পূজারা

Anirban Sinha Roy | Published : Nov 23, 2019 4:12 PM IST

ঐতিহাসিক টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই ইনিংসে হার বাঁচানোর চেষ্টা বাংলাদেশের। পিঙ্ক বলের পাশাপাশি বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভুগছিল পেস আতঙ্কে। মূলত সামি, ঈশান্ত, উমেশদের বোলিং নিয়ে বেশ চিন্তায় ছিল বাংলাদেশে। প্রত্যাশা মতন দ্বিতীয় দিনের শুরুতেই ভেঙে পড়লো বাংলাদেশ দল। অপরদিকে, ইনিংস ঘোষণা করে ভারতের লক্ষ্য ছিল একটাই। দ্বিতীয় দিনে শেষ সেশ্যনের মধ্যেই ইনিংসে জয়। তবে সেই হার দ্বিতীয় দিনে আটকে দিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। ব্যাট হাতেই একাই দলের হয়ে লড়াই করেন তিনি।। তবে ভারতীয় পেসারদের সামলাতে কাল ঘাম ছুটে গিয়েছে বাংলাদেশের। আর সেটার কারণ হিসাবে পিঙ্ক বলকেই মূল কাণ্ডারি ধরছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। গোলাপি বল বেশ কড়া চ্যালেঞ্জ করেছে ভারতীয় দলকেও। এমনটাই দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে জানালেন চেতেশ্বর পূজারা। একই সঙ্গে নৈশালোকে এই বলে ব্যাট করাটা বেশ চাপের বলেই মনে করেন চিতু। একই সঙ্গে বিরাট কোহলির সুখ্যাতিও করলেন পূজারা।

আরও পড়ুন. দ্বিতীয় দিনেই জয়ের খোঁজে ইনিংস ঘোষণা কোহলির, ২৪১ রানে এগিয়ে ভারত

ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে একাধিক চোট পেয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। ইতিমধ্যেই মাথায় বল লেগে গোলাপি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন লিটন দাস ও নইম হাসান। একই সঙ্গে একাধিক বার ঈশান্ত ও সামিদের বলে চোট পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে এই চোট শুধুই ভারতীয় পেসারদের বলের জোরেই নয়। গোলাপি বলের কারণেও কিছুটা অসুবিধা হয়েছে ব্যাটসম্যানদের। এমনটাই বলে পূজারা। চেতেশ্বর বলেন, 'এমন নয় যে সামি সহ ঈশান্তরা আলাদা করে বাংলাদেশের ব্যাটসম্যানকে আঘাত করার চেষ্টা করেছে। তাঁরা সাধারণ বাউন্সার দিয়েছে। তবে পিঙ্ক বলে শর্ট বল ব্যাটসম্যানের পক্ষে বেছে নেওয়া একটু কঠিন। তাই হয়তো চোটগ্রস্থ হয়েছে বাংলদেশ দলের ক্রিকেটাররা।'

আরও পড়ুন, ইডেনে ‘বিরাট’ ঝলক, ইশান্তের আগুনে ইনিংসে হার বাঁচানোর লড়াই বাংলাদেশের

নৈশালোকে ভারতের মাটিতে ও ভারতীয় ক্রিকেটারদের জন্য এটা প্রথম পিঙ্ক বলের খেলা। খুব একটা প্র্যাকটিস ও ম্যাচ ছা়ড়াই এই ম্যাচে ইডেন গার্ডেন্সে নেমেছিলেন বিরাট-পূজারারা। আর পিঙ্ক বলে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হয়েছে বলে দাবি করেছেন পূজারা। সাংবাদিক বৈঠকে চেতেশ্বর পূজারা আরও বলেন,  'নৈশালোকে পিঙ্ক বলে ব্যাট করাটা সত্যিই খুব কঠিন। আমরা সব টেস্ট লাল বলে সকালেই খেলেছি। তাই কিছুটা বেশ কিছু সমস্যার সম্মুখিন হতে হয়েছে। বেশ চ্যালেঞ্জ ছিল। ব্যাট করেছি তবে নৈশালোকে বলটা একটু পুরানো হওয়ার পর বেশি সুইং করছিল। দিনের আলোয় বেশ ভালো ব্যাটিং হচ্ছিল। কোনও রকমের অসুবিধা হচ্ছিল না। সবারই ব্যাট করতে সেই সময়টা অসুবিধা হয়েছে। তাই আমরা তড়ি ঘড়ি আজ ইনিংস ঘোষণা করেছি আমরা। আর সেই সময়টা বল হাতে উইকেট তোলা যাচ্ছিল। এটাই হয়েছে এই দুদিন।'

আরও পড়ুন, আগামী বছর যাবেন বাংলাদেশে, শেখ হাসিনাকে কথা দিয়েছেন সৌরভ

পিঙ্ক বলের পাশাপাশি ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং নিয়ে প্রশংসা করেন ভারতীয় টেস্ট দলের তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি বলেন, 'ভারতীয় অধিনায়ক বিরাট দারুণ ব্যাটসম্যান। সব ফরম্যাটে ভালো ব্যাটিং করছেন। পিঙ্ক বলেও ভালো খেলেছে। বিশ্বসেরা ব্যাটসম্যান। পিঙ্ক বলে ব্যাট করা একটু কঠিন হচ্ছিল। তবে বিরাট সেটা পিছিয়ে যায়নি। ও ভালো ব্যাটিং করেছে। ব্যাট হাতে ভালো টেকনিক ব্যবহার করেছে। যেমনটা বিদেশের মাটিতে খেলে তেমন ভাবেই ব্যাট করেছে।' পাশাপাশি আগামী দিনে পিঙ্ক বলে টেস্ট খেলার আগে আরও বেশি প্রস্তুতি সেরে নেওয়ার কথাও জানান পূজারা।

Share this article
click me!