Maha Kumbh 2025: মহাকুম্ভে ভুটানের রাজা, যোগীর সঙ্গে স্নান করলেন ত্রিবেণী সঙ্গমে

Published : Feb 04, 2025, 01:56 PM IST

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক মহাকুম্ভ মেলায় যোগ দিতে লখনউ পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে স্বাগত জানিয়েছেন এবং একসাথে প্রয়াগরাজে কুম্ভ স্নান করেছেন।

PREV
110

মহাকুম্ভ মেলায় যোগ দিলেন ভুটানের রাজা। তাঁকে স্বাগত জানালেন যোগী আদিত্যনাথ।

210

মহাকুম্ভ মেলায় যোগ দিতে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক লখনউ পৌঁছান। সেখানে উপস্থিত হয়েছিলেন যোগী আদিত্যনাথ।

310

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। সঙ্গে ভারতীয় ঐতিহ্য মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

410

মঙ্গলবার অর্থাৎ আজ যোগী আদিত্যনাথ ভুটানের রাজা রাজার সঙ্গে প্রয়াগরাজ দর্শন করেন।

510

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সঙ্গে কুম্ভ স্নান করেন তিনিও।

610

ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের সময় আরতি করতে দেখা যায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ও যোগী আদিত্যনাথকে।

710

এদিক ত্রিবেণী সঙ্গমে উপস্থিত ছিলেন মেয়র সুষমা খারকওয়াল, প্রধান সচিব সঞ্জয় প্রসাদ, ডিজিপি প্রশান্ত কুমার ও লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট বিশাখ জি।

810

প্রকাশ্যে এসেছে ত্রিবেণী সঙ্গমের সেই সকল ছবি।

910

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ও যোগী আদিত্য নাথের ছবি এসেছে প্রকাশ্যে।

1010

পবিত্র স্নানের সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকে গেরুয়া পোশাকে দেখা গিয়েছে।

click me!

Recommended Stories