মহাকাশ থেকে দেখা গেল মহাকুম্ভের এক মনোরম দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Published : Jan 27, 2025, 02:37 PM ISTUpdated : Jan 27, 2025, 02:46 PM IST
kumbha mela

সংক্ষিপ্ত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা মহাকুম্ভের ছবি ভাইরাল। মহাকাশচারী ডন পেটিট ছবিটি শেয়ার করেছেন, যাতে গঙ্গার তীরে বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ আলোকিত হয়ে উঠেছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা ছবি মুহূর্তে হল ভাইরাল। মহাকাশ থেকে দেখা গেল মহাকুম্ভের এক মনোরম দৃশ্য। ভাইরাল হল সেই ছবি।

গঙ্গা নদীর তীরে বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ আলোয় ঝলমল করছে। মহাকাশচারী ডন পেটি সেই ছবি পোস্ট করেছেন।

১৪৪ বছর পর আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র প্রয়াগরাজ। ১৮৮১ সালে মহাকুম্ভ আয়োজিত হয়েছিল। যেন ত্রিবেণী সঙ্গমে এসে মিলে গেল গোটা বিশ্ব। ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার কাকভোর থেকে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। বিশ্বের বৃহত্তম ধর্মীয় ও মানবিক অনুষ্ঠান মহাকুম্ভ মেলা মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র রবিবার সেই ছবি শেয়ার করেছে। সেই ছবি শেয়ার করে মহাকাশচারী ডন পেটি লিখেছেন, আইএসএস থেকে কুম্ভ মেলা ২০২৫। বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ তার স্বমহিমায় আলোকজ্জ্বল হয়ে আছে।

ছবি ভাইরাল হতেই নানান কমেন্ট দেখা গিয়েছে। একজন লেখেন, আকাশে যেমন আমরা সুপারনোভা দেখি যা লক্ষ্য লক্ষ্য তারার সমাবেশ, মহাকাশ থেকে এটিকে পৃথিবীর সুপারনোভা মনে হচ্ছে। আবার একজন লেখেন, বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ হিসেবে পরিচিত এই সমাবেশটি দেখিয়েছে বিবিধের মাঝে মিলন মহান এখানেই সম্ভব।

২৮ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছেন মহাকাশচারী।

এবছর বহুদিন ধরেই খবরের কেন্দ্রে আছে কুম্ভ মেলা। এবার কুম্ভ মেলার জন্য ৪৫ দিন ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা জারি রাখা নিশ্চিত করেছে যোগী সরকার। ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ১৮২ কিলোমিটার হাই টেমশন লাইন, ৪০ হাজার রিটার্জেবল বাল্ব, ২৭০০টি সিসি ক্যামেরাও বসিয়েছে। 

 

 

 

PREV
click me!

Recommended Stories

গোরখনাথ মন্দিরে জনতা দর্শনে মুখ্যমন্ত্রী যোগী, জমি ও অপরাধ নিয়ে কড়া নির্দেশ
গোরখনাথ মন্দিরে খিচুড়ি মেলা: মকর সংক্রান্তিতে উপচে পড়ল ভক্তদের ভিড়