Buy One, Get One Free Liquor In UP: উত্তরপ্রদেশে মদের দোকানে বিশাল ছাড়! পুরনো আবগারি নীতির কারণে ৩১ মার্চ পর্যন্ত 'একটার সঙ্গে একটা বিনামূল্যে' অফার। মুজফফরনগর-নয়ডায় ভিড় সামলানো মুশকিল।
Free liquor in UP : উত্তরপ্রদেশের মদপ্রেমীদের জন্য এটা কোনও উৎসবের থেকে কম নয়! অনেক শহরে মদের ঠেকে 'একটা বোতল কিনলে, একটা বোতল বিনামূল্যে' অফার দেওয়া হচ্ছে। এক বোতল মদের দামে দুই বোতল পাওয়ার জন্য মদের দোকানগুলিতে মদ্যপায়ীদের ভিড় উপচে পড়ছে। উত্তরপ্রদেশের মদ্যপায়ীরা উত্তরপ্রদেশ সরকারের এই অফারের বিষয়ে খবর পাওয়ার পরেই মদের দোকানের বাইরে লম্বা লাইন পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে একই ছবি দেখা যাচ্ছে। মদের দোকান খোলার অনেক আগে থাকতেই লাইন পড়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মুজফফরনগর ও হাপুড়ে ভিড় সামলানোর জন্য পুলিশ ডাকতে হয়। নয়ডাতেও মদের দোকানগুলিতে লম্বা লাইন চোখে পড়ছে। সারা উত্তরপ্রদেশেই এখন মদে এই বিশেষ অফার নিয়ে আলোচনা চলছে।
উত্তরপ্রদেশে কেন হঠাৎ মদে এই অফার দেওয়া হচ্ছে?
রাজ্য সরকারের নির্দেশে ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে উত্তরপ্রদেশের মদের দোকানগুলিকে তাদের পুরনো স্টক শেষ করতে হবে। কারণ ১ এপ্রিল থেকে নতুন আবগারি নীতি কার্যকর হতে চলেছে। নতুন নীতির অধীনে ই-লটারির মাধ্যমে নতুন মদের দোকান বরাদ্দ করা হবে। তাই বর্তমান দোকানদারেরা স্টক তাড়াতাড়ি শেষ করার জন্য এই অফারের সাহায্য নিচ্ছেন।
উত্তরপ্রদেশে মদের দোকানগুলিতে হুড়োহুড়ি
মদের দোকানে এই অফার ৩১ মার্চ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। মদ্যপায়ীদের জন্য এটা একটা দারুণ সুযোগ। কিন্তু পুলিশ প্রশাসন ভিড় সামলাতে গিয়ে সমস্যায় পড়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।