WhatsApp Features: হোয়াটসঅ্যাপের ৩টি স্মার্ট ফিচার, সম্ভবত আপনারও জানা নেই

Published : Jul 24, 2025, 01:11 AM IST
WhatsApp New Feature

সংক্ষিপ্ত

WhatsApp Features: Whatsapp -এর তিনটি দুর্দান্ত ফিচার, অজানা থাকলে আজই ট্রাই করে দেখুন। আরো সহজ ও আকর্ষণীয় হতে চলেছে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা।

WhatsApp Features: বর্তমান ডিজিটাল যুগে "WhatsApp" শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের জরুরি বার্তা থেকে শুরু করে প্রিয়জনের সাথে আড্ডা —সবই হয় এই অ্যাপে। দিন দিন এর ক্রমবর্ধমান ব্যবহার ও জনপ্রিয়তায় অ্যাপ সংস্থাটিও নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। কিন্তু তার অনেকগুলিই আমাদের চোখ এড়িয়ে যায়। তাই আজ জেনে নিন WhatsApp-এর এমন তিনটি অজানা কিন্তু দুর্দান্ত ফিচার, যা ব্যবহার করলে আপনার এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা হয়ে উঠবে আরও স্মার্ট ও সহজ।

১। ভয়েস টু টেক্সট

হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় অনেক সময়ই দেখা যায় দীর্ঘ টাইপ করতে হয়, যা সবসময় সম্ভব হয় না। এক্ষেত্রে কিবোর্ডে থাকা মাইক্রোফোন আইকনটি কাজে আসবে আপনার। সেটিংসে গিয়ে ভাষা বদল করে নিয়ে ওই মাইক্রোফোন ক্লিক করে আপনি যা বলবেই সেটাই ওই ভাষায় টাইপ হয়ে ফুটে উঠবে স্ক্রিনে। ফলে আপনাকে আর পরিশ্রম করে টাইপ করতে হবে না। এতে বানান ভুল হওয়ার আশঙ্কাও কম। এবার শত ব্যস্ততার মাঝেও চটপট টাইপ করে পাঠিয়ে দেওয়া যাবে অপরপক্ষকে।

২। কিবোর্ডই এখন স্ক্যানার

এখন আর খাতার লেখা ছবি তুলে পাঠাতে হবে না। প্রযুক্তির দোহাইতে WhatsApp-এর কিবোর্ড এখন স্ক্যানারের কাজও করতে পারে।

ধরুন আপনি কাউকে কোনও লেখা পাঠাতে চাইছেন। মেসেজ বক্সে টাইপ করলেই আসবে "Auto Fill" বা "Scan Text" - এই দুটি অপশন (সব কিবোর্ডে নয়, Gboard বা Google কিবোর্ডে সুবিধা মিলতে পারে)। এতে ক্লিক করলেই কিবোর্ড হয়ে যাবে একটি স্ক্যানার। কোনও বই বা খাতার লেখা স্ক্যান করলেই তা টেক্সটে রূপান্তরিত হবে নিমেষে।

৩। ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট

অনেক সময় ভিড় যানবাহন রাস্তাঘাটে বা অনুপযুক্ত জায়গায় থাকলে কারোর পাঠানো ভয়েস মেসেজ সবাই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু WhatsApp-এর ট্রান্সক্রিপ্ট ফিচারে আপনি ভয়েস মেসেজকে লিখিত আকারে পেয়ে যেতে পারেন স্ক্রিনেই।

এর জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর অন করতে হবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। এরপর বাছতে হবে ভাষা। এরপর কোনও ভয়েস মেসেজ আসলেই তা অটোমেটিক লিখিত আকারে দেখাবে আপনাকে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার