
প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের দামের চাপে পড়ে সাধারণ মানুষদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। Jio, Airtel এবং Vi কোম্পানির প্ল্যানের তুলনায় দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এর প্ল্যানগুলি যথেষ্ট সস্তা। এদিকে মোবাইল ইউজারদের প্রায়ই BSNL নেটওয়ার্কের সমস্যার কথা বলতে শোনা যায়। এই খারাপ নেটওয়ার্কের সমস্যার এবার সমাধান হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে BSNL 4G সার্ভিস লঞ্চ করে দিয়েছেন।
ভারতের বাজারে BSNL এর 25 বছর সম্পূর্ণ হয়েছে এবং এই উপলক্ষে 4G সার্ভিস রোলআউট করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ডিজিটাল ইন্ডিয়ার পথে একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছেন। এই সার্ভিস লঞ্চের মধ্য দিয়ে কোম্পানি এখন প্রাইভেট কোম্পানিগুলির মতোই 4G নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানিগুলির লিস্টে স্থান করে নিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপের দৌলতে প্রায় 20 লক্ষ নতুন সাবস্ক্রাইবার এই কোম্পানিতে শিফ্ট করবেন এবং এর ফলে BSNL 5G আপগ্রেড আরও সহজ হয়ে উঠবে।
যদিও ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, প্রতিযোগিতায় আগেই পিছিয়ে পড়েছে BSNL। বহু গ্রাহক ক্ষোভে এই নেটওয়ার্ক ছেড়ে দিয়েছেন। পরে বাকি টেলিকম সংস্থাগুলি মাশুল বাড়ালে একাংশ ফিরেছেন। এখন BSNL-এর গ্রাহক আনুমানিক ৯ কোটি। তবে অন্যান্য টেলিকম সংস্থার 5G নেটওয়ার্কের ভিড়ে আদৌ কতটা সাড়া ফেলবে BSNL-এর দেশীয় 4G পরিষেবা, তা নিয়ে সংশয় রয়েছে।
BSNL তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছিল, 'ভারত প্রস্তুত হও! ২৭শে সেপ্টেম্বর, BSNL ভারতের নেটওয়ার্কের ধারণাকে বদলে দেবে। স্বদেশী ডিজিটাল ইন্ডিয়ার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।' জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেছেন, BSNL-এর 4G টাওয়ারগুলিকে সফ্টওয়্যার আপডেট করলেই 5G মিলবে।
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর থেকেই বিএসএনএল প্রায় ৯৮ হাজার টাওয়ারের সাহায্যে দেশজুড়ে 4g পরিষেবা চালু করেছে। সংস্থার দাবি, প্রাথমিক পরীক্ষায় বিএসএনএলের 4g নেটওয়ার্ক যথেষ্ট ভালো পারফর্ম করেছে। সেই সঙ্গে, এ বছরের শেষের মধ্যেই ৫জি পরিষেবাও চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। জানা গিয়েছে, প্রথম ধাপে দিল্লি এবং মুম্বইতে বিএসএনএল ৫জি পরিষেবা চালু করবে।