BSNL: এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। অর্থাৎ, গ্রাহকরা মোট ২৫২ জিবি ডেটা পান
ভারত সরকারের টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) দিচ্ছে সেরা ৮৪ দিনের ভ্যালিডিটির প্ল্যান। দাম অনুযায়ী এই প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রচুর ডেটা। অন্যান্য কোম্পানিগুলো ৫৯৯ টাকায় দেয় ১.৫ জিবি ডেটা।
25
বিএসএনএল ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধা
বিএসএনএল-এর ৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ৩ জিবি ডেটা ও ১০০টা এসএমএস পাওয়া যায়।
35
এই প্ল্যান দিয়ে রিচার্জ করে গ্রাহকরা কম দামে ডেটা উপভোগ করতে পারবেন
এয়ারটেল বা জিও-র 5G কভারেজে না থাকলে এটা আপনার জন্য সেরা প্ল্যান।