BSNL Diwali Offer: মাত্র ১ টাকায় এক মাস ফ্রি ইন্টারনেট এবং কলের সুবিধা? দীপাবলির বিশেষ অফার বিএসএনএল-এর

Published : Oct 19, 2025, 08:59 PM IST
BSNL Diwali Offer: মাত্র ১ টাকায় এক মাস ফ্রি ইন্টারনেট এবং কলের সুবিধা? দীপাবলির বিশেষ অফার বিএসএনএল-এর

সংক্ষিপ্ত

BSNL Diwali Offer: কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী ৬-৮ মাসের মধ্যে বিএসএনএল-এর ৪জি টাওয়ারগুলিকে ৫জি-তে আপগ্রেড করা হবে।

BSNL Diwali Offer: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এবার দীপাবলিতে স্পেশ্যাল একটি প্রোমোশনাল প্ল্যান নিয়ে বাজারে এসেছে। এই প্রসঙ্গে বিএসএনএল-এর জেনারেল ম্যানেজার পি লোগানাথন জানিয়েছেন, এই দীপাবলি উৎসবের মরশুমে ৪জি নেটওয়ার্ক জুড়ে গ্রাহকদের অসাধারণ কিছু সুবিধা দেওয়া এবং নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্যই এই অফারটি ডিজাইন করা হয়েছে।

দীপাবলিতে BSNL-এর উপহার

মাত্র এক টাকায় এই প্রোমোশনাল প্ল্যানটি নতুন গ্রাহকদের জন্য ৩০ দিনের বৈধতা সহ একটি সম্পূর্ণ মোবাইল পরিষেবার প্যাকেজ দিচ্ছে। প্যাকেজটির মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল (লোকাল/এসটিডি)। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএসও থাকছে। অফারটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বৈধ থাকবে। মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP) ব্যবহার করে BSNL নেটওয়ার্কে যোগদানকারী গ্রাহক সহ সমস্ত নতুন BSNL গ্রাহকদের জন্যই এই প্ল্যানটি উপলব্ধ থাকবে বলে জানা যাচ্ছে।

 

 

শীঘ্রই চালু হচ্ছে বিএসএনএল-এর 5G পরিষেবা?

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী ৬-৮ মাসের মধ্যে বিএসএনএল-এর ৪জি টাওয়ারগুলিকে ৫জি-তে আপগ্রেড করা হবে। ৪জি-এর মতোই, বিএসএনএল দেশীয়ভাবে তৈরি ৫জি প্রযুক্তি ব্যবহার করে দেশে ফিফথ জেনারেশনের নেটওয়ার্কটি চালু করতে চলেছে। 

নিঃসন্দেহে বলাই যায়, ৫জি পরিষেবা চালু হলে বিএসএনএল তার গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে এবং আরও ভালো পরিষেবা দিতে সক্ষম হবে। এদিকে গত ২৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯২,৫৬৪টি 'মেড ইন ইন্ডিয়া' 4G টাওয়ার উদ্বোধন করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার