BSNL Recharge: জিও এবং এয়ারটেলকে টেক্কা দিতে বাজারে এল বিএসএনএল-এর নতুন রিচার্জ প্ল্যান

উচ্চ ভ্যালিডিটিতে প্রতিদিনের ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস-এর মতো সুবিধাগুলি ৩৪৭ টাকার প্ল্যানে দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)।

BSNL Recharge: সরকারি টেলিকম অপারেটর বিএসএনএল নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস-এর মতো সুবিধা কম দামে গ্রাহকদের দেওয়ার জন্য এই প্ল্যান। এর জন্য ৪০০ টাকার কম দামের একটি প্ল্যান এনেছে বিএসএনএল। প্রায় ৮ সপ্তাহের ভ্যালিডিটিতে ডেটা, কলিং-এর মতো সুবিধা দিচ্ছে বিএসএনএলের ৩৪৭ টাকার নতুন প্ল্যান। এই প্ল্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

কম দামে রিচার্জ প্ল্যান দেওয়া বিএসএনএল এখন ৩৪৭ টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে। এতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি দ্রুতগতির ডেটা, ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং এবং ৫৪ দিনের ভ্যালিডিটি পাবেন। প্রতিদিনের ডেটার সীমা শেষ হয়ে গেলে, 40kbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। কম দামে প্রায় দুই মাসের ভ্যালিডিটিতে ডেটা ও কলিং-এর সুবিধা দিচ্ছে এই প্ল্যান। প্ল্যান অনুযায়ী ৫৪ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, মোট ১০৮ জিবি ডেটা গ্রাহকরা পাবেন। এছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি করে এসএমএস পাবেন।

Latest Videos

এই পর্যায়ে মনে রাখতে হবে এয়ারটেল ও জিওর ৩৪৯ টাকার প্ল্যান রয়েছে। যা বিএসএনএলের প্ল্যানের থেকে ২ টাকা বেশি। এই প্ল্যানগুলোতে এয়ারটেল ও জিও তাদের গ্রাহকদের কী সুবিধা দিচ্ছে, তা দেখে নেওয়া যাক।

এয়ারটেলের ৩৪৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন, অর্থাৎ মোট ৪২ জিবি ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি করে এসএমএস পাবেন। স্প্যাম কল, এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল, বিনামূল্যে হেলোটোন-এর মতো সুবিধা এই প্ল্যানে রয়েছে।

জিও-র ৩৪৯ টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যানটিও ২৮ দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন, অর্থাৎ মোট ৫৬ জিবি ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি করে এসএমএস পাবেন। প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, জিও টিভি, জিও এআই ক্লাউড অ্যাক্সেসও রয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এই প্ল্যানের গ্রাহকরা ৯০ দিনের জন্য জিও হটস্টারের (মোবাইল/টিভি) সাবস্ক্রিপশনও পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest