Sam Altman: বিশ্বের AI বিপ্লবের জনকই এবার চাকরি খোয়ালেন! স্যাম অল্টম্যানকে বরখাস্ত করল OpenAI

Published : Nov 18, 2023, 10:11 AM ISTUpdated : Nov 18, 2023, 01:28 PM IST
sam altman

সংক্ষিপ্ত

স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা গোটা প্রযুক্তির দুনিয়াকে অবাক করে দিয়েছে। তাঁর হঠাৎ বরখাস্তের কারণ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজবও ছড়িয়ে পড়েছে।

OpenAI, যে সংস্থাটি এক বছর আগে চ্যাটজিপিটি চালু করেছিল, তাঁদের পক্ষ থেকেই শুক্রবার ঘোষণা করা হল যে, বিশ্বের AI বিপ্লবের কেন্দ্রীয় ব্যক্তিত্ব CEO স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হয়েছে।

অলটম্যান প্রায় এক বছর আগে ChatGPT, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট প্রকাশের মাধ্যমে প্রযুক্তি জগতের সেনসেশন হয়ে উঠেছিলেন। AI এক অভূতপূর্ব ক্ষমতাসম্পন্ন মাধ্যম, যা সারা বিশ্ব জুড়ে মানুষের বুদ্ধিমত্তায় কাজ করতে শুরু করেছে বলে কোটি কোটি মানুষ নিজেদের কোম্পানি থেকে কাজ হারিয়েছেন। 


 



স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা গোটা প্রযুক্তির দুনিয়াকে অবাক করে দিয়েছে। তাঁর হঠাৎ বরখাস্তের কারণ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজবও ছড়িয়ে পড়েছে।

OpenAI একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, কোম্পানিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন।

এর আগে OpenAI-এর সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানকে কোম্পানির বোর্ড থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে তিনি নিজে পদত্যাগ করেছিলেন। 

এবার এই মাইক্রোসফট-ভিত্তিক কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা আর স্যাম অল্টম্যানের ওপর ভরসা করতে পারছে না। 

 

 

 

PREV
click me!

Recommended Stories

Top 5 Smartphones: ২০২৫ সালের সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Samsung Galaxy A57: বড় চমক স্যামসাং-এর, বাজারে আসছে গ্যালাক্সি এ৫৭ ৫জি