আকর্ষণীয় এই প্রদীপ জ্বালাতে প্রয়োজন হয় মাত্র কয়েক ফোঁটা জল। প্রদীপে তেল দেওয়ার জায়গায় আপনি কয়েক ফোঁটা জল ঢেলে দিন, ব্যস আর কোনও কসরৎ করার দরকার হবে না।
আলোর উৎসব দীপাবলি, প্রত্যেক বছর এই উৎসবের আগে দোকানপাট ছেয়ে যায় ভিন্ন ভিন্ন রকমারি আলোর পশরায়। মাটির প্রদীপ হোক, অথবা চিনে আলো, দীপাবলির আগে সব ধরনের আলোই মানুষের আকর্ষণের বস্তু। রকমারি আলোর অভাব নেই চলতি বছরের কালীপুজোর বাজারেও।
এবছর কালী পুজোর মরসুমে বাজারে মিলছে এক অবাক করা প্রদীপ। যা জ্বালানোর জন্য তেল তো লাগবেই না, দরকার নেই আলাদা কোনও শক্তিরও। অর্থাৎ, বিদ্যুৎ অথবা ব্যাটারির প্রয়োজনও পড়ছে না। তা হলে, কী ভাবে জ্বলবে এই প্রদীপ?
জানলে অবাক হবেন যে, আকর্ষণীয় এই প্রদীপ জ্বালাতে প্রয়োজন হয় মাত্র কয়েক ফোঁটা জল। প্রদীপে তেল দেওয়ার জায়গায় আপনি কয়েক ফোঁটা জল ঢেলে দিন, ব্যস আর কোনও কসরৎ করার দরকার হবে না। জল দিলেই জ্বলে উঠবে প্রদীপ। নেভানোর পদ্ধতিও সহজ। জল ফেলে দিয়ে শুকনো করে মুছে নিলে কিছুক্ষণ পর প্রদীপ নিভে যাবে।
-
এই অভাবনীয় প্রদীপের বিক্রেতারা জানাচ্ছেন, এগুলি এক বিশেষ ধরনের বৈদ্যুতিক বাতি। তবে তার জন্য কোনও বিদ্যুৎ সংযোগ প্রয়োজন নেই। বাতিতে জল ঢালার সঙ্গে সঙ্গেই তা জ্বলতে শুরু করবে। জোরে হাওয়া দিলে অথবা বৃষ্টি হলেও এই প্রদীপের নিভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
একেকটি প্রদীপের দাম কত? বিক্রেতারা জানিয়েছেন যে, এর একটি পিস নিলে খরচ পড়বে ২০ টাকা করে। তবে এক ডজন নিলে ২০০ টাকার মধ্যেই হয়ে যাবে। মজার কথা, এই প্রদীপ জ্বালাতে তেল, বিদ্যুৎ অথবা কোনও ব্যাটারির খরচ লাগবে না। প্রয়োজন শুধু জল। ফলে, এই প্রদীপের ব্যবহার যথেষ্ট সাশ্রয়ীও হবে ব্যবহারকারীদের পক্ষে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।