Elon Musk: প্রকাশ্যে বিজ্ঞাপনদাতাদের প্রতি অশ্লীল শব্দ, এ কি বলে ফেললেন এলন মাস্ক!

Published : Nov 30, 2023, 09:44 AM ISTUpdated : Nov 30, 2023, 12:02 PM IST
elon musk

সংক্ষিপ্ত

প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট সাংবাদিকের মুখের ওপর ভয়ঙ্কর অশ্লীল শব্দ বলে দিলেন বিশ্বের তাবড় ধনকুবের এলন মাস্ক। 

“যদি কেউ আমাকে বিজ্ঞাপন দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমাকে টাকা দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তাহলে সে নিজেকে…." প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট সাংবাদিকের মুখের ওপর ভয়ঙ্কর অশ্লীল শব্দ বলে দিলেন বিশ্বের তাবড় ধনকুবের এলন মাস্ক (Elon Musk)।

-

সাম্প্রতিক কালে ইজরায়েল বনাম প্যালেস্টাইন যুদ্ধের আবহে ইহুদি-বিরোধী একটি পোস্ট দিয়েছিলেন এলন মাস্ক। তার পর ইন্টারভিউয়ার অ্যান্ড্রু রস সরকিন-এর মুখোমুখি হয়ে এটাই ছিল মূলধারার মিডিয়ার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকার। বিজ্ঞাপনদাতাদের বয়কট থেকে নিজের সংস্থাকে রক্ষা করার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তাঁর আচরণে প্রবল আত্মবিশ্বাস ধরা পড়ে।  

-

যদি বিজ্ঞাপনদাতারা ফিরে না আসে, সেক্ষেত্রে মাস্কের বক্তব্য ছিল, "এই বিজ্ঞাপন বয়কট যেটা করবে, সেটা হল এটা কোম্পানিকে হত্যা করবে।" এই আচরণ দেখে তাঁকে আবার ক্ষমাপ্রার্থী বলেও মনে হয়েছে অনেকের। অনেকে মনে করেছেন যে, তিনি নিজের আচরণের জন্য কিছুটা লজ্জিত। প্রায় এমনভাবে কথা বলেছেন যেন, X (আগে যার নাম ছিল টুইটার) একজন শহীদ এবং বিজ্ঞাপনদাতারা তার শত্রু। 

-

সাক্ষাৎকারে মাস্ক এও বলেন যে, "এটা পৃথিবীর সকলেই জানবে। আমরা চলে যাব এবং এটা (অর্থাৎ, এক্স) বিজ্ঞাপনদাতাদের বয়কটের কারণে শেষ হয়ে যাবে।"
 


-
 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার