Wikipedia Elon Musk: এবার উইকিপিডিয়ার মতোই আসছে গ্রোকিপিডিয়া? মাস্ককে ধুয়ে দিচ্ছে নেটিজেনরা!

Published : Oct 29, 2025, 12:09 PM IST

Wikipedia Elon Musk: xAI কোম্পানি উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে 'গ্রোকিপিডিয়া' নামক একটি AI ওয়েবসাইট চালু করতে চলেছে। এটি দেখতে উইকিপিডিয়ার মতো হলেও, অনেক প্রবন্ধ সেখান থেকে নকল করা হয়েছে বলে অভিযোগ।

PREV
13
গ্রোকিপিডিয়া আসলে কী?

ইলন মাস্কের AI কোম্পানি xAI, উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে 'গ্রোকিপিডিয়া' চালু করেছে। এটির ইউজার ইন্টারফেস উইকিপিডিয়ার মতোই এবং এতে প্রায় ৮,৮৫,২৭৯টি প্রবন্ধ রয়েছে।

23
নকল করা প্রবন্ধ

অনেক গ্রোকিপিডিয়া প্রবন্ধ উইকিপিডিয়া থেকে সরাসরি নকল করা হয়েছে বলে 'দ্য ভার্জ' জানিয়েছে। প্রবন্ধের নিচে 'উইকিপিডিয়া থেকে প্রাপ্ত' এমন ঘোষণাও রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories