Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারই ফোন নম্বর রয়েছে তো? নাহলে পড়তে হবে ঘোর বিপদে!

Published : Sep 12, 2025, 11:59 PM IST
Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারই ফোন নম্বর রয়েছে তো? নাহলে পড়তে হবে ঘোর বিপদে!

সংক্ষিপ্ত

Bank Account: ব্যাঙ্ক বা ইউপিআই অ্যাপ এ ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামে আছে কিনা সেটা সরাসরি এবার খোঁজখবর নেবে ফাইনটেক সংস্থা বা ব্যাংক।

Bank Account: জালিয়াতি আটকাতে বড় সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক। এবার ব্যাঙ্ক বা UPI অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামেই আছে নাকি সেটা সরাসরি টেলিকম অপারেটরদের থেকে এই সংক্রান্ত খোঁজখবর নেবে ব্যাঙ্ক বা ফাইনটেক সংস্থা। তারপর নেওযা হবে তার পরবর্তী পদক্ষেপ।

মোবাইল নম্বর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো

ধীরে ধীরে যত যাচ্ছে সময় তত চারিদিকে হ্যাকিং বা জালিয়াতি করার প্রবণতা আরো বেড়ে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন জালিয়াতদের দৌরাত্ম্য। একটু অসতর্ক হলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। অনেকেই অন্যের নামে সিম তুলে তা ব্যবহার করছে জালিয়াতিতে। সেইসব জালিয়াতীর কথা মাথায় রেখেই এবার সরাসরি টেলিকম অপারেটরদের থেকে গ্রাহকদের মোবাইল নম্বর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো।

এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি

জানা গিয়েছে, ওই কমিটি চায় সিম ইস্যুর সময়ও এআই- ফেস রেকগনিশন ব্যবহার করা হোক। উদ্দেশ্য একটাই, জালিয়াতি করা। জানা গিয়েছে, ব্যাঙ্ক ও ফাইনটেক সংস্থার এই সিদ্ধান্তে অনেকেই খুশি নয়। কারণ তাঁদের গোপনীয়তা বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত একেবারই ঠিক নয়। তবে হ্যাঁ, এই নজরদারি হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বেন কিছু মানুষ। কারণ, অনেকেরই ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপে ব্যবহার করা ফোন নম্বরগুলোর মালিক নন। অনেকেই তাদের ভাই-বোনেদের নামে নেওয়া। তাঁদের ক্ষেত্রে ব্যাঙ্ক বা টেলিকম সংস্থাগুলো কী সিদ্ধান্ত নেবে, তা এখনো পর্যন্ত এখনও স্পষ্ট নয়।

অর্থাৎ, জালিয়াতি আটকাতে এবার বড় সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক। তাই এবার ব্যাঙ্ক বা UPI অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামেই আছে নাকি, সেটা সরাসরি টেলিকম অপারেটরদের থেকে এই সংক্রান্ত খোঁজখবর নেবে ব্যাঙ্ক বা ফাইনটেক সংস্থা। আর  তারপরই নেওযা হবে তার পরবর্তী পদক্ষেপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার