ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ছবি? এই উপায় সহজেই ফিরে পান হারিয়ে যাওয়া ফটো

অসতর্কতা বসত ডিলিট হয়ে যায় গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু এসব ছবি কি আবার ফিরে পাওয়া সম্ভব? কোন উপায় ফিরে পেতে পারেন ডিলিট হওয়া ছবি?

বর্তমানে স্মার্টফোন ছাড়া একরকম অকেজো আমাদের জীবন। গুরুত্বপূর্ণ নথি থেকপ জীবনের বিশেষ মুহূর্ত সবই ধরা থাকে ফোন মেমোরিতে। কিন্তু ফোনে স্টোরেজের অভাবে অনেক সময়ই মুছে ফেলতে হয় প্রিয় মুহূর্তের ছবি। অথবা অসতর্কতা বসত ডিলিট হয়ে যায় গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু এসব ছবি কি আবার ফিরে পাওয়া সম্ভব? কোন উপায় ফিরে পেতে পারেন ডিলিট হওয়া ছবি?

ফোন থেকে ছবি ডিলিট হয়ে গেলেও আরও চিন্তা নেই। সহজেই ফিরে পেতে পারেন আপনার ছবি। কীভাবে? তার জন্য আপনার জানা প্রয়োজন সঠিক পদ্ধতি। জেনে নেওয়া যাক কোন উপায় ফিরে পেতে পারেন ডিলিট হওয়া ছবি।

Latest Videos

১. ফোনে যদি গুগল ফটোস ব্যাকআপ অন করা থাকে তবে সহজেই পুরনো ছবি ফিরে পেতে পারেন।

২. অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল ফটোস অ্যাপে যেতে হবে। সেখান থেকে লাইব্রেরি অপশনে গিয়ে ট্র্যাস ফোল্ডারে গেলেই দেখতে পাবেন আপনার হারিয়ে যাওয়া ছবি। এবার সেখান থেকে রিস্টোর অপশনে ক্লিক করলেই ফিরে পাবেন পুরনো ছবি।

৩. ফটো ব্যাকআপ ব্যবহার না করেও গুগল প্লেস্টোর থেকে ফটো রিকভারি অ্যাপ দিয়ে ফিরে পেতে পারেন পুরনো ছবি।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ডিভাইস স্টোরেজ অ্যাকসেস দিতে হবে। এবার যে ছবি পুনরুদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে স্ক্যান অপশন অন করতে হবে। স্ক্যান শুরু হলে সেটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাহলেই পুনরুদ্ধার হবে আপনার হারিয়ে যাওয়া ছবি।

Share this article
click me!

Latest Videos

‘আমাকে ভারতের ISKCON-এর দালাল বলছে!’ বিস্ফোরক Bangladesh-এর আইনজীবী Rabindra Ghosh
বিয়ের মুহূর্তেই ঘটে গেল এইরকম ঘটনা! শোরগোল Nadia-র Shantipur-এ, দেখুন | Nadia News Today
'লেবার রুমে বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
মুখে নেই হিংসার সমালোচনা! শুধুই দুষলেন ভারতীয় মিডিয়াকে | Vijay Diwas | India Bangladesh News
বিয়ের পিঁড়ি থেকে নাবালিকাকে উদ্ধার পুলিশের! চাঞ্চল্য Kakdwip-এ, দেখুন