ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ছবি? এই উপায় সহজেই ফিরে পান হারিয়ে যাওয়া ফটো

Published : Oct 07, 2023, 04:18 PM IST
Phone in Office

সংক্ষিপ্ত

অসতর্কতা বসত ডিলিট হয়ে যায় গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু এসব ছবি কি আবার ফিরে পাওয়া সম্ভব? কোন উপায় ফিরে পেতে পারেন ডিলিট হওয়া ছবি?

বর্তমানে স্মার্টফোন ছাড়া একরকম অকেজো আমাদের জীবন। গুরুত্বপূর্ণ নথি থেকপ জীবনের বিশেষ মুহূর্ত সবই ধরা থাকে ফোন মেমোরিতে। কিন্তু ফোনে স্টোরেজের অভাবে অনেক সময়ই মুছে ফেলতে হয় প্রিয় মুহূর্তের ছবি। অথবা অসতর্কতা বসত ডিলিট হয়ে যায় গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু এসব ছবি কি আবার ফিরে পাওয়া সম্ভব? কোন উপায় ফিরে পেতে পারেন ডিলিট হওয়া ছবি?

ফোন থেকে ছবি ডিলিট হয়ে গেলেও আরও চিন্তা নেই। সহজেই ফিরে পেতে পারেন আপনার ছবি। কীভাবে? তার জন্য আপনার জানা প্রয়োজন সঠিক পদ্ধতি। জেনে নেওয়া যাক কোন উপায় ফিরে পেতে পারেন ডিলিট হওয়া ছবি।

১. ফোনে যদি গুগল ফটোস ব্যাকআপ অন করা থাকে তবে সহজেই পুরনো ছবি ফিরে পেতে পারেন।

২. অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল ফটোস অ্যাপে যেতে হবে। সেখান থেকে লাইব্রেরি অপশনে গিয়ে ট্র্যাস ফোল্ডারে গেলেই দেখতে পাবেন আপনার হারিয়ে যাওয়া ছবি। এবার সেখান থেকে রিস্টোর অপশনে ক্লিক করলেই ফিরে পাবেন পুরনো ছবি।

৩. ফটো ব্যাকআপ ব্যবহার না করেও গুগল প্লেস্টোর থেকে ফটো রিকভারি অ্যাপ দিয়ে ফিরে পেতে পারেন পুরনো ছবি।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ডিভাইস স্টোরেজ অ্যাকসেস দিতে হবে। এবার যে ছবি পুনরুদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে স্ক্যান অপশন অন করতে হবে। স্ক্যান শুরু হলে সেটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাহলেই পুনরুদ্ধার হবে আপনার হারিয়ে যাওয়া ছবি।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার