এই সহজ উপায়েই লুকিয়ে ফেলুন 'WhatsApp'-এর গোপন চ্যাট, জানুন 'Hide' করার নয়া কৌশল

Published : Jun 15, 2021, 12:21 PM ISTUpdated : Jun 15, 2021, 01:25 PM IST
এই সহজ উপায়েই লুকিয়ে ফেলুন 'WhatsApp'-এর গোপন চ্যাট, জানুন 'Hide' করার নয়া কৌশল

সংক্ষিপ্ত

 একাধিক নয়া ফিচার্স নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ  বেশিরভাগেরই ব্যক্তিগত কনভারসেশন থাকে হোয়াইটঅ্যাপে আর্কাইভ না করে আড়াল করতে পারবেন গোপন চ্যাট   স্মার্টফোনে জিবিহোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিন

একাধিক নয়া ফিচার্স নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। একের পর এক পরিবর্তন হয়েই চলেছে হোয়াটসঅ্যাপে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বেশিরভাগেরই ব্যক্তিগত কনভারসেশন থাকে হোয়াইটঅ্যাপে। তবে অনেকে ক্ষেত্রে কোনও চ্যাট খুলতে গিয়ে বেরিয়ে আসে এই গোপন চ্যাট। তখনই বাড়ে বিপত্তি। আর্কাইভ না করে কীভাবে গোপন চ্যাট আড়াল করবেন রইল তার সহজ কৌশল।

 

 

আরও পড়ুন-নুসরতের পর 'Baby Bump' নিয়ে ছবিতে হট পোজ শ্রাবন্তীর, দীর্ঘদিন পর শীঘ্রই মা হচ্ছেন নায়িকা...

প্রথমত, সবার আগে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জিবিহোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিন। চ্যাট লুকানো ছাড়াও এই অ্যাপ্লিকেশন একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য ব্যবহার করা যায়।

আরও পড়ুন-'সিনেমায় অভিনয়ের মাত্রাটা শিখেছিলাম বুদ্ধদেব দাশগুপ্তর হাত ধরে', আড্ডায় অকপট সুব্রত দত্ত...

 

 

দ্বিতীয়ত, জিবিহোয়াটসঅ্যাপ ফোনে ইনস্টল করার পর নিজের ফোন নম্বর ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটি খুলুন।

আরও পড়ুন-খুন নাকি আত্মহত্যা, ধোঁয়াশা মৃত্যুরহস্য, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা অভিশপ্ত ১৪ জুন...

তৃতীয়ত,এই অ্যাপের মাধ্যমে আপনি নর্মাল হোয়াটসঅ্যাপের মতোই চ্যাট করতে পারবেন। এর পাশাপাশি ব্যক্তিগত চ্যাটও আড়াল করারও অপশন পাবেন। চ্যাট করার পর উপরের ডান দিকে তিনটি বিন্দু দেখতে পাবেন। সেখানে ঢুকলেই হাইড করার অপশন পাবেন। এবং পাসওয়ার্ড সেট করে চ্যাট হাইড করা যাবে।

PREV
click me!

Recommended Stories

5 Budget Smartphones: ১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Motorola Edge 70: পেন্সিলের চেয়েও পাতলা ফোন? আসছে মোটোরোলার নতুন মডেল