বাজারে এসে গেছে আইফোন ১৬ প্রো ম্যাক্স, প্রত্যাশা পূরণে কতটা সফল? দেখুন ভিডিও

বাজারে চলে এলো আইফোন ১৬ প্রো ম্যাক্স। ভারতের প্রথম ব্যবহারকারীদের মধ্যে একজনের প্রতিক্রিয়া।  

ভারতেও অ্যাপল কোম্পানি আইফোন ১৬ সিরিজের বিক্রি শুরু করে দিয়েছে। চারটি মডেলের এই নতুন আইফোন সিরিজের জন্য বিপুল জনসমাগম দেখা যাচ্ছে অ্যাপল স্টোরের সামনে। বিক্রির প্রথম দিনেই ফোন কিনে যারা বেরিয়েছেন, তাদের অনেকেই আইফোন ১৬ সিরিজ সম্পর্কে যথেষ্ট আশাবাদী। অন্যান্য মডেলগুলির মতো এটিও ব্যবহার করে যে ইউজাররা আনদন পাবেন, সেই বিষয়ে নিশ্চিত। 

 

আইফোন ১৬ সিরিজের সবচেয়ে দামি মডেল হল আইফোন ১৬ প্রো ম্যাক্স। যেটি কিনতে সুরাট থেকে এসেছিলেন অক্ষয়। ১৬ প্রো ম্যাক্স সম্পর্কে অক্ষয় জানিয়েছেন, “আমি আইফোন ১৬ প্রো ম্যাক্স কিনেছি। iOS ১৮ অপারেটিং সিস্টেম আমার ভালো লেগেছে। ক্যামেরা জুম এখন আরও ভালো হয়েছে”, সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন অক্ষয়। মুম্বাইয়ের বান্দ্রা-কার্লা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপল স্টোরে আইফোন ১৬ সিরিজের জন্য ভালো ভিড় চোখে পড়ছে। মুম্বাই BKC থেকে দৃশ্যগুলি নীচে। 

 

গত ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর অ্যাপল সংস্থা আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স - এই চারটি মডেল বাজারে আনে। ১৩ তারিখ থেকে এই মডেলগুলির প্রি-অর্ডার শুরু হয়েছিল অ্যাপল স্টোরে। তবে আইফোন ১৫ সিরিজের তুলনায় আইফোন ১৬ সিরিজের ফোনের প্রি-অর্ডার কম হয়েছে বলে খবর। আইফোন ১৬ প্রো মডেলগুলির চাহিদা কম। 

এআই ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার আসতে দেরি হওয়ায় আইফোন ১৬ সিরিজের প্রি-অর্ডার কম হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। অক্টোবরে অ্যাপল ইন্টেলিজেন্সের প্রাথমিক পর্যায়ের ফিচারগুলি আসবে। নতুন ফোনগুলিতে তেমন কোনও পরিবর্তন নেই বলেও সমালোচনা হচ্ছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba