খুব শীঘ্রই মাত্র ১৫ হাজারে আইফোন ব্যবহারের স্বপ্নপূরণের সুযোগ নিয়ে আসছে অ্যাপেল। টেক দুনিয়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ৪ মার্চ লঞ্চ হতে পারে আইফোন এসই ২০২০ (iPhone SE 2020) বা আইফোন এসই ৩ (iPhone SE 3) । উল্লখ্য, অ্যাপেলের একটি বিশেষ অনুষ্ঠানে বেশ কিছুটা এই রকমই ইঙ্গিত মিলেছে।
স্মার্টফোনের যুগে অ্যাপেলের কিন্তু একটা আলাদাই ক্রেজ রয়েছে। কিন্তু দামের দিকে তাকিয়ে অনেকেই ইচ্ছে থাকলেও অ্যাপেল ফোন ব্যবহার করার সুযোগটা পায় না। তবে এবার আসতে চলেছে সেই সুযোগ। বলা ভাল, যে সুযোগটা আসতে চলেছে সেটাকে একপ্রকার লুট লো সুযোগ বললেও খুব একটা ভুল বলা হবে না। আপনি কী কখনও ভেবেছেন জলের দরে আপনার স্বপ্নের আইফোন বাজারে কখনও আসতে পারে। নিশ্চই না। কারন আইফোন মানেই একটা মোটা অঙ্কের টাকা। তবে খুব শীঘ্রই মাত্র ১৫ হাজারে আইফোন ব্যবহারের স্বপ্নপূরণের সুযোগ নিয়ে আসছে অ্যাপেল। টেক দুনিয়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ৪ মার্চ (4th March) লঞ্চ হতে পারে আইফোন এসই ২০২০ (iPhone SE 2020) বা আইফোন এসই ৩ (iPhone SE 3) । উল্লখ্য, অ্যাপেলের একটি বিশেষ অনুষ্ঠানে বেশ কিছুটা এই রকমই ইঙ্গিত মিলেছে।
৪ মার্চ আইফোনের এই নতুন মডেল বাজারে আসার যেমন ইঙ্গিত মিলেছে সেই সঙ্গে আরও একটা গুঞ্জন জোড়দার হয়েছে যে, অ্যাপেলের যে আসন্ন মডেল বাজারে লঞ্চ হতে চলেছে সেটির দাম হতে পারে ২০০ মার্কিন ডলার। যেটি ভারতীয় মুদ্রার হিসাবে দাম মাত্র ১৫ হাজার ১০০ টাকা। এই খবরের কানঘুষোতেই খুশির জোয়ারে ভাসছেন আইফোন প্রেমীরা। ১৫ হাজারে আইফোন, এটা যেন ভাবাটাই দায়... টেক দুনিয়ার এই গুঞ্জন যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে একেবারে কেল্লাফতে। যে সকল আইফোন প্রেমীদের দীর্ঘদিন এই ফোন ব্যবহারের ইচ্ছে ছিল তাঁদের কাছে একেবারে ড্রিম কামস ট্রু-এর মত বিষয়টা হবে সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখে না।
৪ মার্চ অ্যপেলের এই নতুন আইফোন বাজারে আত্মপ্রকাশ করে কিনা সেটা এখন দেখার। কারন সংস্থার তরফে এখনও কোনও সবুজ সমকেত মেলেনি। অ্যাপেল বিশ্লেষক ব্লুমবার্গের মার্ক গুম্যান জানিয়েছে বিগত কয়েক বছরে অ্যাপেল তার স্পেশাল এডিশন ফোন বাজারে নিয়ে এসেছে। চলতি বছরেও তার ব্যতিক্রম হবে না। এদিকে ধীরে ধীরে চীন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অ্যাপেলকে। উল্লেখ্য, এ দেশের মাটিতেই ইতিমধ্যে আইফোন তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই মার্কিন সংস্থাটি। ট্রেন্ড ফোর্স (TrendForce)নামে অ্যাপেল রিসার্চ ফার্ম রয়েছে। সেই ফার্মের তরফে বলা হয়েছিল ২৮ মার্চ স্প্রিং ফেস্টিভ্যালে ফোনটি বাজারে নিয়ে আসা হবে। তবে নতুন রিপোর্ট অনুযায়ী 8 মার্চই ফোনটি বাজারে লঞ্চ করতে পারে।
উল্লেখ্য ২০১৬ সালে প্রথম অ্যাপেলের তরফে আইফোন এসই লঞ্চ করা হয়। সেই সময় ফোনের দাম ছিল ৩৯৯ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩০ হাজার ২০০ টাকা। ২০২০ সালে শেষবার আইফোন এসই বাজারে নিয়ে আসে অ্যাপেল। সেই সময় ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম ছিল ২২ হাজার ৫০০ টাকা। চলতি বছরে যে আইফোন এসই টেক দুনিয়ায় পা রাখতে চলেছে সেটিতে থাকবে A15 bionic 5G চিপসেট। সেই সঙ্গে থাকবে ৩ জিবি RAM । সেই সঙ্গে থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজ ও ১২ MP সিঙ্গল রিয়ার ক্যামেরা।