মাত্র হাজার জন সাবস্ক্রাইবার হলেই ব্যাঙ্কে ঢোকে মোটা টাকা, জেনে নিন কেমন আয় হয় Youtube চ্যানেল থেকে

ইউটিউব থেকে আয় নির্ভর করে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সংখ্যার উপর। বিভিন্ন ধরণের ভিডিও থেকে আয়ের পরিমাণ ভিন্ন। ১০০০ সাবস্ক্রাইবার থেকে শুরু করে লক্ষ সাবস্ক্রাইবারে আয়ের হিসেব জানুন।
Sayanita Chakraborty | Published : Nov 20, 2024 6:47 AM IST / Updated: Nov 21 2024, 11:41 AM IST
110

ইউটিউব বর্তমানে অনেকেরই আয়ের মাধ্যমে পরিণত হয়েছে। ভিডিও বানিয়ে অনেকেই ইউটিউব থেকে আয় করে থাকে। অধিকাংশই কেরিয়ার গড়েছেন ইউটিউবে। তবে, জানেন কি কত আয় হয় ইউটিউব থেকে?

210

ইউটিউবের আয় নির্ভর করে ভিউয়ার্সের ওপর। আপনার ভিউয়ার্স যত বেশি হবে তত বেশি আয় হবে ইউটিউব থেকে।

310

তবে, আয়ের লক্ষ্যে ইউটিউব চ্যানেল খুললেই হল না। ভালো কনটেন্ট পোস্ট করে দর্শক টানাটাই আসল চ্যালেঞ্জ। বাড়াতে হবে সাবস্ক্রাইবার সংখ্যা।

410

তবে, আপনার সাবস্ক্রাইবার সংখ্যা ১০০০ এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হলেই আপনার আয় শুরু হয়ে যাবে। তবে, আপনি কোন ধরনের কনেটেন্ট পোস্ট করছেন তার ওপর নির্ভর করে আপনার আয়। তবে আয়ের হিসেব গত এক বছরের সাবস্ক্রাইবারের ভিত্তিতে হয়।

510

এক প্রতিবেদনে প্রকাশিত রিপোর্ট বলছে, ১০০০ সাবস্ক্রাইবার হলে আয় শুরু। বিভিন্ন ধরনের ভিডিও থেকে আয় ভিন্ন। যেমন, গেমিং ভিডিও থেকে ৩৭.৫০ টাকা থেকে ৩০০ টাকা আয়

টেক রিভিউ-এর ভিডিও থেকে ৭৫ টাকা থেকে ৩৭৫ টাকা আয়

বিউটি ও ফ্যাশন-এর ভিডিও থেকে ৬০ টাকা থেকে ২৬২.৫০ টাকা আয়

কমেডি-র ভিডিও থেকে ৩০ টাকা থেকে ১৮৭.৫০ টাকা আয়।

610

তেমনই আবার ব্লগিং-এ ২২.৫০ টাকা থেকে ১৫০.০০ টাকা আয় হয়। এডুকেশনে ৩৭.৫০ টাকা থেকে ২২৫ টাকা আয় এবং হেলফ ও ফিটনেসে ৫২.৫০ টাকা থেকে ৩০০ টাকা আয় হয়। ট্রাভেল ব্লগ থেকে ৩০ টাকা থেকে ১৮৭.৫০ টাকা আয় হয়। ফুড ব্লগ থেকে আয় হয়।

710

তবে, এই আয়ের হিসেব হয় ডলারে। তাই ডলারে দামের উত্থান ও পতনের ওপর আপনার আয় পরিবর্তন হতে পারে।

810

তাও আন্দাজ করা যায় আপনার ১০০০ জন সাবস্ক্রাইবার হলে ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা আয় হয় হবে মাসে। ১০,০০০ জন হলে ৭৫০০ টাকা থেকে ২২.৫০০ টাকা আয় হয় হবে মাসে। ১০০,০০০ জন হলে ৭৫,০০০ টাকা থেকে ২,২৫,০০০ টাকা আয় হয় মাসে। ১,০০০,০০০ জন হলে ৭.৫ লক্ষ টাকা আয় হয় মাসে।

910

ইউটিভ থেকে আয় করতে গেলে সবার আগে সেটিং-এ যান। আপনার অ্যাকাউন্টে যান। সেখান থেকে হেলফ অপশনে যান। এবার How to earn money on you tube অপশনে ক্লিক করুন।

1010

এই অপশন থেকে বিস্তারিত জানতে পারবেন। কত সাবক্রাইবার কিংবা কত ভিউয়ার্স হলে আয় হয় তা জানা সম্ভব।

Share this Photo Gallery
click me!

Latest Videos