WhatsApp Chat: জানুন কীভাবে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সুরক্ষিত রাখবেন আপনার হোয়াটস অ্যাপ চ্যাট

WhatsApp এমন একটি মাধ্যম যেখানে অ্যাকাউন্ট খোলার পর থেকেই অসংখ্য মানুষের সাথে কথা বলে আসছেন মানুষ। তবে এই WhatsApp বর্তমানে অফিস বা ব্যবসার কাজে ব্যবহৃত হয়। ফলে থেকে যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। জেনে নিন কোনোরকম থার্ড পার্টি App-এর সাহায্য ছাড়াই কী করে আপনার চ্যাটকে রাখবেন সুরক্ষিত?
 

Riya Dey | Published : Oct 8, 2021 5:01 AM IST / Updated: Oct 08 2021, 10:39 AM IST

WhatsApp বর্তমানে দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। ব্যক্তিগত ব্যবহার ছাড়াও অফিস, ব্যবসার নানান কাজেও প্রয়য়োজন পরে এই WhatsApp-এর। প্রতিদিন দেশ জুড়ে প্রায় ৪০ কোটি লোক ব্যবহার করেন এই WhatsApp। একইসঙ্গে চ্যাট, কলিং, ভিডিও কলিং সবটাই সম্ভব হওয়ায় উপকৃত হন বহু মানুষই। সাধারণত কাজের প্রয়োজনে হোক বা ব্যক্তিগত স্বার্থে প্রতিদিনই বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাটে কথা হয়।  তবে এই চ্যাটকে সুরক্ষিত রাখা যায় কীভাবে? কারণ অনেকক্ষেত্রেই চ্যাটের ভিতরে লুকানো থাকে অনেক প্রয়োজনীয় গোপন তথ্য। সেইসকল চ্যাটকে কোনো থার্ড পার্টি (Third Party) App -এর সাহায্য ছাড়াই সাবধানতার সঙ্গে কীভাবে রাখবেন আসুন জেনে নিই। 

Latest Videos

আরও পড়ুন- OnePlus 9 5G: এই দীপাবলিতে OnePlus 9 সিরিজে বাম্পার অফার জানুন কত দাম রাখা হল এই ফোনের

* প্রথমেই WhatsApp ওপেন করুন।

* এর পরে Settings সিলেক্ট করে Account Options সিলেক্ট করুন।

* এবার Two Step Verification -এ ক্লিক করুন।

* তার পরে একটি 6 ডিজিট পিন দিন। 

* এবার নতুন ফোনে WhatsApp সেটআপ করার আগে প্রত্যেক বার এই পিন ব্যবহার করতে হবে।

* এছাড়াও WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে ইমেল লিঙ্ক করাতে পারেন। এর ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে তা রিকভার করতে সুবিধা হবে।

আরও পড়ুন- Apple: iPhone প্রেমীদের জন্য সুখবর এই দীপাবলিতে অ্যাপলের ধামাকা অফার iPhone 12 এবং iPhone 12 মিনিতে

সাধারণত WhatsApp কথোপকথন বিনিময়ের এমন একটি মাধ্যম যে এই App -এর মাধ্যমে প্রতিদিনই পারি অনেকের সাথেই কথা হয়। এবার যদি আপনি জানতে চান আপনার কথা কার সঙ্গে বেশি হয়। অর্থাৎ আপনার WhatsApp চ্যাট কার সঙ্গে সবচেয়ে বেশি তাহলে কী করবেন? এক্ষেত্রে ও প্রয়োজন নেই কোনো থার্ড পার্টি App-এর। আসুন জেনে নিই সেই উপায়। 

* প্রথমে WhatsApp ওপেন করুন।

* এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

* এবার Settings সিলেক্ট করুন।

* এখানে Data and storage usage অপশন- গিয়ে Manage Storage সিলেক্ট করুন।

* এবার আপনার সামনে একটি লম্বা তালিকা খুলে যাবে। কোন কনট্যাক্টে (Contact) কত ডেটা ব্যবহার করা হয়েছে, তা এই তালিকা থেকে জানা যাবে।

* এই তালিকায় সবার উপরে যাঁর নাম থাকবে, তাঁর সঙ্গে WhatsApp-এ সবথেকে বেশি কথা হয়েছে। নামের উপরে ট্যাপ করে মোট কত মেসেজ পাঠানো হয়েছে একে অপরকে তা দেখে নিতে পারবেন। 

* এখানে সব ডেটা ডিলিট (Delete) করার অপশন পাবেন। চাইলে চ্যাট ডিলিট করে স্টোরেজ (Storage) ফাঁকা ও করতে পারেন।

আরও পড়ুন- Xiaomi: ভারতের বাজারে এলো রেডমির নতুন সিরিজ 33W ফাস্ট চার্জিং ও সঙ্গে ট্রিপল ক্যামেরা দাম কত জেনে নিন

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP