Motorola Edge 70: অ্যাপেলের আলট্রা-থিন আইফোনকে টেক্কা? আসছে মোটোরোলা এজ ৭০

Published : Oct 14, 2025, 06:13 PM IST
Motorola Edge 70: অ্যাপেলের আলট্রা-থিন আইফোনকে টেক্কা? আসছে মোটোরোলা এজ ৭০

সংক্ষিপ্ত

Motorola Edge 70: পোল্যান্ডে মোটোরোলার ওয়েবসাইটের একটি টিজার থেকে জানা গেছে যে, মোটোরোলা এজ ৭০ আগামী ৫ নভেম্বর, নির্বাচিত কিছু আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। 

Motorola Edge 70: জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি মোটোরোলা আগামী নভেম্বর মাসে, নির্বাচিত কিছু আন্তর্জাতিক বাজারে মোটোরোলা এজ ৭০ লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, আইফোন এয়ারের মতো এই আলট্রা-থিন ফোনটি মোটোরোলার সবচেয়ে পাতলা হ্যান্ডসেট হতে পারে বলে খবর (Motorola Edge 70 Full Specifications)। হ্যান্ডসেটটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। চলতি বছরের এপ্রিল মাসে, লঞ্চ হওয়া মোটোরোলা এজ ৬০-এর উত্তরসূরী হবে মোটো এজ ৭০।

মোটোরোলা এজ ৭০

পোল্যান্ডে মোটোরোলার ওয়েবসাইটের একটি টিজার থেকে জানা গেছে যে, মোটোরোলা এজ ৭০ আগামী ৫ নভেম্বর, নির্বাচিত কিছু আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন মোটোরোলা এজ ৭০ ফোনটিতে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৮০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, স্মার্টফোনটিতে গান শোনা, কল করা এবং ভিডিও দেখার জন্য ৫০ ঘণ্টা পর্যন্ত চার্জিং সাপোর্ট দেবে। 

সংস্থার দাবি, এই ফোনটির একটি আলট্রা-স্লিম বিল্ড রয়েছে। অন্যতম পাতলা হ্যান্ডসেট হতে পারে এটি।

মোটোরোলা এজ ৭০-এর সম্ভাব্য দাম

এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ইউনিটে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, এটিতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টিরিও স্পিকারও থাকতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা এজ ৭০ প্যানটোন ব্রোঞ্জ গ্রিন, প্যানটোন গ্যাজেট গ্রে এবং প্যানটোন লিলি প্যাড রঙে পাওয়া যাবে। এটির ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭০৯ ইউরো (প্রায় ৭৩,১০০ টাকা) থেকে ৮০২ ইউরো (প্রায় ৮২,৭০০ টাকা) পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

মোটোরোলা এজ ৭০ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট এবং ১২ জিবি র‍্যাম দ্বারা চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৮ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট ছাড়াও, রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি ১৫ ওয়াট চার্জিং স্পিড এবং ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট সহ Qi2 ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার