Motorola Moto Edge x30: দুর্দান্ত ফিচার-সহ লঞ্চ হল Moto Edge X30, জেনে নিন ফিচার ও দাম

Moto Edge X30 লঞ্চ করেছে। বর্তমানে, সংস্থা এই নতুন স্মার্টফোনটি শুধুমাত্র চায়না-তে লঞ্চ করেছে। Moto Edge X30 হল Motorola এর Edge সিরিজের লেটেস্ট স্মার্টফোন।
 

স্মার্টফোনের বাজারে, Motorola দেশে এবং বিদেশে সময়ে সময়ে নতুন স্মার্টফোন লঞ্চ করে থাকে। Motorola আজ স্মার্টফোনের এই তালিকায় একটি নতুন মডেল অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার ১০ ডিসেম্বর ২০২১, সংস্থা তার একটি নতুন স্মার্টফোন Moto Edge X30 লঞ্চ করেছে। বর্তমানে, সংস্থা এই নতুন স্মার্টফোনটি শুধুমাত্র চায়না-তে লঞ্চ করেছে। Moto Edge X30 হল Motorola এর Edge সিরিজের লেটেস্ট স্মার্টফোন।
Motorola Moto Edge X30 এর স্পেসিফিকেশন:
আমরা যদি ফিচারের কথা বলি, তাহলে সংস্থা এই নতুন স্মার্টফোনে দারুণ ফিচার দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক Motorola-এর নতুন স্মার্টফোন Moto Edge X30-এর স্পেসিফিকেশনগুলি।
এই স্মার্টফোনটিতে একটি 6.8 ইঞ্চি OLED স্ক্রিন রয়েছে।
এই স্মার্টফোনটিতে GSM/HSPA/LTE/5G নেটওয়ার্ক প্রযুক্তি রয়েছে।
এই স্মার্টফোনটিতে রয়েছে Android 11 অপারেটিং সিস্টেম।
এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 অক্টা-কোর প্রসেসর রয়েছে।
এই স্মার্টফোনটিতে 50+50+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
8 GB RAM + 128 GB মেমরি, 8 GB RAM + 256 GB মেমরি এবং 12 GB RAM + 256 GB মেমরির এই স্মার্টফোনটিতে 3 টি মডেল পাওয়া যাচ্ছে।
এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর, গাইরো সেন্সর, কম্পাস সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সরও রয়েছে।
ব্লুটুথ v5.2, GPS/ A-GPS, NFC এবং USB Type-C পোর্টের মতো স্পেসিফিকেশনগুলিও এই স্মার্টফোনে উপলব্ধ।
এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh নন-রিমুভেবল ব্যাটারি।
এই স্মার্টফোনে 68W এর ফাস্ট চার্জিং পাওয়া যায়, যা সংস্থার মতে মাত্র ৩৫ মিনিটে এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
ভারতে মূল্য, বিক্রয় এবং উপলব্ধতা - এই স্মার্টফোনটির 8 GB RAM + 128 GB মেমরি মডেলের দাম 3,199 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 38,000 টাকা, 8 GB RAM + 256 GB মেমরি মডেলের দাম 3,399 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 40,400 টাকা এবং 12 GB RAM + 256 GB মেমরি মডেলের দাম 3,599 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 42,800 টাকা। 15 ডিসেম্বর থেকে চায়না-তে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে। ভারতে এই স্মার্টফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য দেওয়া হয় নি।

আরও পড়ুন- ফিটনেসের জন্য আর চিন্তা নয়, বাজারে লঞ্চ হল স্মার্ট ফিটনেস মিরর

Latest Videos

আরও পড়ুন- এই ডিভাইস কখন প্রয়োজন, কিভাবে কাজ করে এটি, জানুন বিস্তারিত

আরও পড়ুন- ডিসেম্বর ভারতে লঞ্চ করছে ৫ জি স্মার্টফোন মোটো জি৫১,১৯,৩০০ টাকায় মিলবে মোটোরোলার নতুন মডেল

আরও পড়ুন- ভারতে শুরু হল মোটো জি ৩১-র প্রথম দিনের সেল,১২,৯৯৯ টাকা থেকে শুরু এই ফোনের দাম

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik