বাড়ছে সাইবার হানার ঝুঁকি! ১৫টি বিপজ্জনক লোন অ্যাপ, ভুলেও ডাউনলোড করবেন না এই কয়টি লোন অ্যাপ

অনলাইনে লেনদেনের সময় সাইবার হানার ঝুঁকি থেকে সাবধান! ১৫টি লোন অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হতে পারে। এই অ্যাপগুলি ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বর্তমান যুগে সকলেই অনলাইন নির্ভর হয়ে গিয়েছি। অনলাইনে সব ধরনের পেমেন্ট করছেন অধিকাংশই। টিকিট টাকা, কাউকে টাকা দেওয়া থেকে শুরু করে অর্থ সংক্রান্ত নানান কাজ করে চলেছি অনলাইনে। আজ রইল বিশেষ তথ্য। সাইবার হানার ঝুঁকি জড়িয়ে আছে এই ১৫টি লোন অ্যাপের সঙ্গে। গুগল প্লে স্টোরে ঘাপটি মেরে বসে আছে অ্যাপগুলো। ফোনে থাকলে দ্রুত সেই অ্যাপ ডিলিট করে ফেলুন।

১৫টি লোন অ্যাপের মোট ৮০ লক্ষ ব্যবহারকারী রয়েছে। টাকা ধার করতে গিয়ে যে কত বড় বিপদ ডেকে আনছেন। তা জানতেই পারছেন না অধিকাংশ। তাই সময় থাকতে সতর্ক হন। ১৫টি ভুয়ো অ্যাপ ডাউনলোড করবেন না।

Latest Videos

Prestamo seguro-rapido, seguro

Prestamo rapido-credit easy

rupiakilat-Dana cair

Kreditku-uang online

Dana kilat-pinjaman kecil

Cash loan - vay tien

Rapidfinance

pretpour vous

Huayna money

Iprestamos rapido

Conseguirsol dinero rapido

 

এই কয়টি অ্যাপ প্রসঙ্গে সতর্ক হন। ভুলও ডাউনলোড করবে না এই সকল অ্যাপ। এতে আরও বাড়বে জটিলতা। বিশেষ করে এই সকল অ্যাপ থেকে টাকা ধার করবেন না। অনেক সময় টাকা ডবল করার অফার দেয় এমন অ্যাপ। না জেনে বিনিয়োগ করলে হতে পারে বিপদ। ভুলেও টাকা বিনিয়োগ করবেন না। বিশেষ করে টাকা লোন নেবেন না। টাকা শোধ হওয়ার পর চলবে কিস্তি। তাই কোনও অ্যাপে বিনিয়োগের আগে সতর্ক হন। আগে থেকে বিস্তারিত জেনে নিন। তাই জেনে নিন ভুলেও ডাউনলোড করবেন না এই কয়টি লোন অ্যাপ, শোধ দেওয়ার পর নিস্তার পাবেন না।

 

 

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী