
Social Media: সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি বা ডিপি বাছাইয়ের ব্যাপারে অধিকাংশ মানুষই যথেষ্ট সচেতন এবং নিখুঁত। অনেকেই একই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করতে পছন্দ করেন। তবে তা করতে গিয়ে ছবি ডাউনলোড, এডিট, আপলোড, এই সব ধাপে সময় ও ঝামেলার সম্মুখীন হতে হয়। এবার সেই সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হল Meta।
মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে ইউজার এক্সপিরিয়েন্সকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে সচেষ্ট। এবার তারা পরীক্ষামূলকভাবে চালু করেছে একটি অভিনব ফিচার, যার সাহায্যে এক ক্লিকেই একই ডিপি ব্যবহার করা যাবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে। এই ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপে (WhatsApp) ডিপি সেট করার সময় একটি অতিরিক্ত অপশন দেখতে পাবেন। সেখান থেকে ইউজার চাইলে নিজের নতুন প্রোফাইল পিকচারটি একসঙ্গে ফেসবুক (Facebook) ও ইনস্টাগ্রামেও (Instagram) আপলোড করতে পারবেন। এই প্রক্রিয়ায় আলাদা করে ছবি ডাউনলোড বা প্রতিটি অ্যাপে গিয়ে সেট করার দরকার পড়বে না।
উল্লেখ্য, সম্প্রতি গ্রুপ চ্যাট ফিচারে বদল এনেছে হোয়াটসঅ্য়াপ। এর সাহায্যে ইউজাররা কোনও গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাতভাবে এই আপডেট খুব সামান্য বলে মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। সব বয়সের মানুষই সোশ্যাল মিডিয়ার অনুরাগী। নিয়মিত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির ফিচার আপডেট হচ্ছে। এই ফিচার আপডেটের বিষয়ে সবারই অবগত থাকা উচিত। না হলে বিভিন্ন ফিচারের বিষয়ে পিছিয়ে থাকতে হয়। মেটা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ফিচার আপডেট করছে, সে বিষয়ে অবগত থাকলে সবারই অনেক লাভ হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।