Nokia: চাকরি খোয়াতে চলেছেন ১৪ হাজার মানুষ! সাংঘাতিক খবর দিল নোকিয়া

Published : Oct 19, 2023, 01:04 PM IST
Nokia Layoff 2023

সংক্ষিপ্ত

কর্মচারীর সংখ্যা ৮৬ হাজার থেকে কমিয়ে একেবারে ৭২ হাজার অথবা ৭৭ হাজারের মধ্যে নিয়ে আসতে চাইছে Nokia।

তৃতীয় ত্রৈমাসিকের উপার্জনে বড়সড় ক্ষতি! কোম্পানির খরচে লাগাম টানতে এবার বিরাট বড় অঙ্কে কর্মী ছাঁটাই করতে চলেছে নোকিয়া (Nokia)। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি দিয়েছেন সংস্থার কর্তারা। খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসাবে চাকরি হারাতে পারেন প্রায় ১৪ হাজার মানুষ! 

ফিনল্যান্ডের এই বিশ্বব্যপী টেলিকমিউনিকেশন জায়ান্ট জানিয়েছে যে, বর্তমান সময়ে ‘চ্যালেঞ্জিং’ বাজার পরিস্থিতির সমস্যার মোকাবিলা করার জন্য এর খরচের ভিত্তি কমিয়ে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে কাজের দক্ষতা আরও বাড়াতে হবে। ২০২৩ সাল থেকে মোট খরচের বেস ৮০০ মিলিয়ন ইউরো (৮৪২.৫ বিলিয়ন ডলার) এবং ২০২৬ সালের শেষ নাগাদ ১.২ বিলিয়ন ইউরোর মধ্যে কমিয়ে আনার লক্ষ্য রাখছে এই সংস্থা।

তৃতীয় ত্রৈমাসিকের নেট বিক্রি ১ বছরে কমে গেছে প্রায় ২০ শতাংশ! বর্তমানে এটি ৪.৯৮ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে, মুনাফার পরিমাণ ১ বছরে প্রায় ৬৯ শতাংশ কমে ১৩৩ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এই ক্ষতির চাপ সামাল দিতেই উল্লেখযোগ্য ছাঁটাইপর্ব শুরু হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে এবার কর্মচারীর সংখ্যা ৮৬ হাজার থেকে কমিয়ে একেবারে ৭২ হাজার অথবা ৭৭ হাজারের মধ্যে নিয়ে আসতে চাইছে Nokia। 

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার